1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রুক বন্ডের বিজ্ঞাপনে সাম্প্রদায়িকতার অভিযোগ

২ সেপ্টেম্বর ২০১৯

গত বছর গণেশ দেবতা নিয়ে একটি বিজ্ঞাপন ছাড়ে চায়ের ব্র্যান্ড ব্রুক বন্ড৷ সেখানে এক মুসলিম বিক্রি করছেন হিন্দু দেবদেবীর মূর্তি৷ তা নিয়ে রীতিমত ঝড় উঠেছে নেটিজেনদের মাঝে৷

https://p.dw.com/p/3OtEK
Heißer Tee in einem Teeglas
ছবি: picture-alliance/PIXSELL/D. Puklavec

বিজ্ঞাপনটিতে দেখা যায়, এক ব্যক্তি দেবতা গণেশের মূর্তি কিনতে একটি দোকানে এসেছেন৷ সেখানে বিক্রেতা তাকে নানান মূর্তি দেখাচ্ছেন৷ দেবতা সম্পর্কে বিক্রেতার জ্ঞান দেখে মুগ্ধ হচ্ছেন ক্রেতা৷ এক পর্যায়ে ক্রেতার জন্য চা আনতে পাঠান বিক্রেতা৷ এমন সময় আযান পড়ে৷ আযান শুনে  বিক্রেতাকে মাথায় টুপি দিতে দেখে থমকে যান ক্রেতা৷ তিনি সংশয় নিয়ে বলেন যে, আজ তিনি মূর্তিটি কিনছেন না৷ এমন সময় চা চলে এলে বিক্রেতা চা খেয়ে যাবার অনুরোধ করেন৷ চা খেতে খেতে ক্রেতা জিজ্ঞেস করেন, কেন তিনি মুসলিম হয়ে মূর্তি তৈরি এবং ব্রিক্রি করছেন৷ তখন বিক্রেতা উত্তর দেন, এটিও ইবাদত৷ পরে ক্রেতা মূর্তি কিনতে রাজি হয়ে যান৷

গত বছর সেপ্টেম্বরে এই বিজ্ঞাপনটি ব্রুক বন্ড তাদের ইউটিউব চ্যানেলে ছাড়ে৷ তবে ভিডিওটি হঠাৎই এবারের গণেশ পূজার মৌসুমে ভাইরাল হয়ে গেছে৷ অনেকেই কথা বলছেন বিজ্ঞাপনটি নিয়ে৷

ভিডিওটির নীচে কমেন্টের জায়গায় কেউ কেউ অভিযোগ করেছেন যে, মুসলিমরা কখনো মূর্তিপূজা করতে পারেন না৷ এটা শিরক৷ তাই মুসলিমদের সম্পর্কে দেখানো এই মানসিকতা মোটেও ঠিক নয়৷ অন্যদিকে, অনেক মুসলিমই আবার কমেন্ট করে বলেছেন, এখানে মূর্তিপূজা করার কথা বলা হয়নি৷ ইবাদত বলতে এখানে কাজকে বোঝানো হয়েছে৷ মানুষ আয়ের জন্য যে কাজ করে তা ইবাদত৷

আবার অনেক হিন্দুও বিষয়টি মেনে নেননি৷ তারা বলছেন, একজন হিন্দুকে ‘সেকুলার' হিসেবে দেখানো হয়েছে৷ আসলে ভিন্নভাবে এখানে ‘ইসলামোফোবিয়া' প্রকাশ পেয়েছে৷ অনেকে বলেন, প্রায়ই উৎসবের সময় হিন্দু দেবতাদের আঘাত করা হয়৷ তারা এই ব্র্যান্ডকে বয়কটের ডাক দিয়েছেন৷

এ বিষয়ে ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকা খবর প্রকাশ করেছে৷ তারা বলেছে, এ বিষয়ে ব্র্যান্ডটির মালিক হিন্দুস্তান ইউনিলিভারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

জেডএ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান