1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি করোনা বিধিনিষেধ তুলে নেবে?

৭ জুলাই ২০২১

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস আগামী মাস থেকেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করার পক্ষে সওয়াল করছেন৷ ব্রিটেনে দুই সপ্তাহ পর এমন পদক্ষেপ সম্পর্কে সোমবার সিদ্ধান্ত নেবেন জনসন৷

https://p.dw.com/p/3w8Tw
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসছবি: Michael Sohn/AP/picture alliance

করোনা টিকাদান কর্মসূচিতে গতি আসার ফলে জার্মানিতে টিকাপ্রাপ্তদের সংখ্যা বেড়ে চলেছে৷ অন্যদিকে করোনার ছোঁয়াচে ডেল্টা সংস্করণের অনুপাত বাড়লেও সংক্রমণের হার এখনো কম৷ ১২ বছরের বেশি দেশের সব মানুষ করোনা টিকা নেবার সুযোগ পেয়ে গেলে করোনা মোকাবিলার স্বার্থে চাপানো বিধিনিয়ম চালু রাখার কোনো যুক্তি নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷ সে ক্ষেত্রে বিধিনিয়মের চালু রাখার পক্ষে কোনো আইনি ও রাজনৈতিক যুক্তি অবশিষ্ট থাকবে না৷ তার মতে, আগামী মাসেই পরিস্থিতি এমন পদক্ষেপের জন্য উপযুক্ত হতে পারে৷ উল্লেখ্য, গত জানুয়ারি মাসেও পররাষ্ট্রমন্ত্রী মাস এমন প্রস্তাব দিয়েছিলেন৷

বর্তমানে প্রায় ৫৬ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৩৯ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়ে গেছেন৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে গড় সাপ্তাহিক সংক্রমণের হার বা ইনসিডেন্সের মাত্রা বহুদিন পর সামান্য বাড়লেও পাঁচের আশেপাশেই রয়েছে৷ টিকা নিতে ইচ্ছুক প্রায় সব মানুষই সেই সুযোগ পেতে শুরু করেছেন৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ২১শে সেপ্টেম্বরের মধ্যে সেই সুযোগ নিশ্চিত করতে চান৷ তবে তিনি ও রবার্ট কখ ইনস্টিটিউট কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার উপর জোর দিয়েছেন৷ আসন্ন হেমন্তকালে ডেল্টা ভেরিয়েন্টের প্রকোপ প্রতিরোধ করতে এমন উচ্চ হার প্রয়োজন৷

পররাষ্ট্রমন্ত্রী মাস ছাড়াও একই যুক্তি দেখিয়ে আরও অনেক মহল করোনা সংক্রান্ত বিধিনিয়ম তুলে নেওয়ার জন্য চাপ বাড়াছে৷ তবে জার্মান সোসাইটি ফর ইমিউনোলজি এমন পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ বিশেষ করে ১২ বছরের কম বয়সি শিশু-কিশোরদের জন্য এখনো টিকা অনুমোদন না হওয়ায় ‘হার্ড ইমিউনিটি’ বা দলগত নিরাপত্তা কঠিন হবে বলে এই সংগঠন মনে করছে৷ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রাইনহার্ড ফ্যোর্স্টার মনে করিয়ে দিয়েছেন, যে নিজেরা আক্রান্ত না হওয়া সত্ত্বেও মানুষ কোভিড-১৯ ছড়িয়ে দিতে পারে৷ বিশেষ করে চরম ছোঁয়াচে ডেল্টা সংস্করণ সেই আশঙ্কার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে৷

জার্মানিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার লক্ষ্যে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ আগামী ১৩ই আগস্ট থেকে বুন্ডেসলিগার মরসুম শুরুর আগে রাজ্য সরকারগুলি ফুটবল স্টেডিয়ামে সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শকের উপস্থিতির সুযোগ দেবার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে সেই সংখ্যা ২৫ হাজার পেরোতে পারবে না৷ সেইসঙ্গে পাঁচ হাজার-এর বেশি দর্শক নিয়ে যে কোনো ইভেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে৷ সংক্রমণের ইনসিডেন্সের মাত্রা ৩৫ না পেরোনো পর্যন্ত এই নিয়ম কার্যকর হবে৷

পরিকল্পনা অনুযায়ী ব্রিটেনে দুই সপ্তাহ পর সব বিধিনিষেধ তুলে নেওয়া হবে কি না, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী সোমবার সেই সিদ্ধান্ত নেবেন৷ টিকাদান কর্মসূচির সুফল কতটা পাওয়া যেতে পারে, এমন সিদ্ধান্ত কার্যকর হবার পর সে বিষয়ে মূল্যবান অভিজ্ঞতা পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷  

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)