1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে ২৫ জনের ব্লাড কট

২ এপ্রিল ২০২১

অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে যুক্তরাজ্যে ২৫ জনের শরীরে রক্ত জমাট বেঁধেছে। আগে বলা হয়েছিল মাত্র পাঁচজনের এই অসুবিধা দেখা দিয়েছে।

https://p.dw.com/p/3rWDD
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ব্রিটেনেও ২৫ জনের রক্ত জমাট বেঁধেছে। ছবি: Dado Ruvic/REUTERS

প্রথমে আপত্তি ওঠে ইইউ থেকে। অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিলে ব্লাড কট বা রক্ত জমাট বাঁধছে। এখন দেখা যাচ্ছে, ব্রিটেনেও এই ধরনের ঘটনা ঘটছে। যুক্তরাজ্যের রেগুলেটর জানিয়েছেন, ২০ জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এটা বিরল ঘটনা। আর পাঁচজনের শরীরে সামান্য হলেও রক্ত জমাট বেঁধেছে। তবে সেখানে মোট এক কোটি ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হয়েছে।

রেগুলেটরের দাবি, এই ভ্যাকসিনের উপকারিতা দেখলে সম্ভাব্য ঝুঁকির পরিমাণ খুব বেশি নয়। তবে তারা জানিয়েছে, বায়োনটেক ফাইজারের ক্ষেত্রে এই ধরনের কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

ইউরোপে এখন প্রায় ৩০ লাখ ফাইজারের ভ্যাকসিন ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও বুলগেরিয়ায় দেয়া হবে। বাকি দেশগুলি ৬৬ লাখ ৬০ হাজার ভ্যাকসিন পাবে।

করোনা রুখতে ফ্রান্স ইতিমধ্যেই পার্কে ও বাড়ির বাইরে অ্যালকোহল পান করা নিষিদ্ধ ঘোষণা করেছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮১ হাজার ৪৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ছয় মাসের মধ্যে এত বেশি মানুষ করোনায় আক্রান্ত হননি।  মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, পাঞ্জাব, কেরালা ও তামিলনাড়ুতেই মানুষ বেশি করে করোনায় আক্রান্ত হচ্ছেন। মোট আক্রান্তের প্রায় ৮৫ শতাংশই এই রাজ্যে। তার মধ্যে সব চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সেখানে করোনা পরীক্ষার খরচ এক হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৯০ জন।

গত ১ এপ্রিল থেকে ৪৫ বছর ও তার বেশি বয়সীদের জন্য ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সরকার আরো বেশি মানুষকে ভ্যাকসিন দিতে চাইছে।

জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি, পিটিআই)