1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার দুর্ঘটনায় নিহত ২১

২৮ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে দুই ট্রলারের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ছয় জন৷

https://p.dw.com/p/3zbZU
Bangladesch Unglück l Boot kentert, Bijainagar
ছবি: Al Mamun/AFP

ব্রাহ্মণবাড়িয়া সদরের ওই বিলে শুক্রবার বিকেলে বালুবোঝাই ট্রলাররের সঙ্গে সংঘর্ষের ফলে একটি যাত্রীবাহী ট্রলার উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে৷

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে উপজেলার লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে৷ ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালুবোঝাই ট্রলারের তিন জনকে আটক করেছে পুলিশ৷ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

Bangladesch Unglück l Boot kentert, Bijainagar
উদ্ধারকৃতদের তথ্য অনুযায়ী ডুবে যাওয়া ট্রলারটি প্রায় ১০০ জন যাত্রী ছিল৷ছবি: Uncredited/AP/picture alliance

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘‘নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দ বাজার ঘাটে আসছিল। বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়।”

বার্তা সংস্থা এপিকে এমরানুল ইসলাম জানিয়েছেন, উদ্ধারকৃতদের তথ্য অনুযায়ী ডুবে যাওয়া ট্রলারটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন৷

নিহত ২১ জনের মধ্যে ১৮ জনের পরিচয় জানা গেছে৷ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, ওই ১৮ জনের মৃতদেহ ইতোমধ্যে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷

এসিবি/ এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান