1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলকে এড়াতে চেয়েছে বেলজিয়াম-ইংল্যান্ড?

২৮ জুন ২০১৮

গ্রুপ সেরা হলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকতে পারে - এই ভাবনা থেকেই বোধ হয় বেলজিয়াম আর ইংল্যান্ডের কেউই ও পথে যেতে চায়নি৷

https://p.dw.com/p/30VeJ
ছবি: Reuters/F. Bensch

ফলে আজকের ম্যাচে দুই দলই কয়েকজন খেলোয়াড়কে মাঠে নামায়নি৷ আর খেলার সময়ও কোনো দলকে জেতার জন্য মরিয়া হতে দেখা যায়নি৷ 

তবে বেলজিয়ামের আদনান ইয়ানুজাই-এর বোধ হয় ড্র বিষয়টি ভালো লাগেনি৷ তাইতো খেলার ৫১ মিনিটের সময় দারুণ এক গোল করে বসেন তিনি৷ তাঁর বাঁকানো শট ইংল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করে গোলে ঢুকে যায়৷ তবে এতে বেলজিয়ামের খেলোয়াড়দের খুব বেশি উল্লসিত হতে দেখা যায়নি৷

ইংল্যান্ডকে এক গোলে হারানোয় বেলজিয়াম এখন গ্রুপ চ্যাম্পিয়ন৷ সোমবার তারা জাপানের মুখোমুখি হবে৷ সেটিতে জিতলে আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল-মেক্সিকোর বিজয়ী দল৷

অন্যদিকে, ইংল্যান্ড গ্রুপে দ্বিতীয় হওয়ায় মঙ্গলবার পরের রাউন্ডের খেলায় তারা কলম্বিয়ার বিরুদ্ধে লড়বে৷ ঐ খেলার বিজয়ী দল মুখোমুখি ৭ জুলাই, শনিবার মুখোমুখি হবে সুইডেন ও সুইজারল্যান্ডের মধ্যকার বিজয়ী দলের বিরুদ্ধে৷

ব্রাজিলের সঙ্গে যেন খেলতে না হয়, সেজন্য বেলজিয়াম ও ইংল্যান্ড ইচ্ছে করেই হারতে পারে কিনা, তা নিয়ে ম্যাচ শুরুর আগে ও খেলার সময় সামাজিক মাধ্যমে আলোচনা জমে উঠেছিল৷ যেমন:

গ্রুপ জি-র অপর খেলায় টিউনিশিয়া পানামার বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে৷ তবে প্রথম গোলটি করেছিল পানামা৷

দুটি দলই তাদের প্রথম দুই ম্যাচে হেরেছিল৷ 

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)