1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যবিশ্ব

ব্যায়ামের সময়ে সব পেশির প্রতিই মনোযোগ দেওয়া জরুরি

১৫ মার্চ ২০২২

যারা আলস্য কাটিয়ে খেলাধুলা করে, তাদের শরীরের সব পেশি সব সময়ে সক্রিয় হয় না৷ এক বিশেষজ্ঞ শরীরের পেশিগুলি সম্পর্কে সার্বিক ধারণা দিয়ে কিছু সহজ ব্যায়ামের মাধ্যমে অবহেলিত পেশিগুলির ব্যায়ামের পথ বাতলে দিচ্ছেন৷

https://p.dw.com/p/48UTB
Workouts, die am meisten Kalorien verbrennen
ছবি: picture-alliance/dpa Themendienst/H. Kaiser

কীভাবে পেশির আরো উন্নতি করা যায়? স্টেফান গাইসলার তার ফিটনেস ছাত্র-ছাত্রীদের সেই কৌশল শেখান৷ দৈনন্দিন জীবনে ও খেলাধুলার সময়ে কোন কোন পেশির অবহেলা করা হয়, এবং কোন ব্যায়ামের মাধ্যমে সেগুলি সতেজ করে তোলা যায়, তিনি সেসবও দেখিয়ে দেন৷ স্টেফান বলেন, ‘‘ক্রীড়া বিজ্ঞানী হিসেবে মানুষের মুভমেন্ট আমার অবশ্যই আরো স্পষ্টভাবে চোখে পড়ে৷ কে বেশি সক্রিয়, কে স্থবির তা বুঝতে পারি৷ আবার ভুল, ছন্দহীন, ভারসাম্যহীন সঞ্চালনও দেখতে পাই৷’’

মাথা থেকে পা পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশিগুলি সম্পর্কে স্টেফান একটা ধারণা দিয়ে থাকেন৷ তিনি বলেন, ‘‘যেসব পেশির কথা মানুষ ভুলে যায়, সেগুলি মূলত পায়ের নীচের অংশ, সামনের দিকে ও শিন বলে পরিচিত অংশে রয়েছে৷ বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে এ সব পেশি দুর্বল হয়ে পড়ে৷ ফলে মানুষ হোঁচট খেয়ে পড়ে যায়৷ পেছন দিকে পা টেনে ধরার পেশির ক্ষেত্রেও এমনটা দেখা যায়৷ অথচ এই সব পেশির ব্যয়াম খুব সহজ৷ একটিমাত্র ব্যায়ামেই সেটা করা যায়৷ সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের আঙুলের উপর যতটা সম্ভব ভর করে দাঁড়াতে হয়৷ তারপর গোড়ালির উপর ভর করে পায়ের আঙুল তুলে ধরতে হয়৷ একটু হোঁচট খেলেও ক্ষতি নেই৷ দশ থেকে ১২ বার এমনটা করে যেতে হবে৷ পায়ের নীচের অংশের জন্য দারুণ ব্যায়াম এটা৷’’

ক্যালিস্থেনিক্স ব্যায়াম যে কারণে আলাদা

শরীরের ‘কোর মাসলস'-এর দিকেও নজর দেওয়া উচিত বলে মনে করেন স্টেফান গাইসলার৷ ফিটনেস ট্রেনার হিসেবে তিনি বলেন, ‘‘কোর মাসলসের ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাজারের ব্যাগ বহন করার সময়ে অথবা যে সব কাজে এক হাত অথবা শরীরের একটা দিকের উপর চাপ পড়ে৷ এ সবের ফলে ভারসাম্যের অভাব, কোর মাসলস ও মেরুদণ্ডের সমস্যা দেখা দিতে পারে৷.. দুই হাত ও দুই পায়ের উপর একসঙ্গে ভর করলে হাত কাঁধের কিছুটা নীচে থাকে, হাঁটুও হিপ জয়েন্টের নীচে থাকে এবং পায়ের ডগা মাটির উপর হালকা ছুঁয়ে থাকে৷ পিঠ লম্বা করে পেট কিছুটা টেনে ধরে হাঁটু আরও এক সেন্টিমিটার উপরে তুলে ধরতে হবে৷’’

স্টেফান গাইসলার মনে করেন, শারীরিক কসরৎ করতে গিয়ে কাঁধের কথাও ভুললে চলবে না৷ তিনি বলেন, ‘‘কাঁধের অংশে যে সব পেশি সবচেয়ে বেশি অবহেলা করা হয়, তার মধ্যে কাঁধের গভীরের  ‘রোটেটর কাফ' অন্যতম৷ শোল্ডার ব্লেডের পেশিগুলিরও সেই দশা হয়৷ দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই সামনের দিকে সামান্য ঝুঁকে থাকি বলে এই পেশিগুলি খুব গুরুত্বপূর্ণ৷ যেমন কম্পিউটারে কাজের সময়ে অথবা মনমেজাজ খারাপ থাকলেও এমনটা করি৷ সেই ভারসাম্যের অভাব দূর করতে টেরাব্যান্ড নিয়ে ভালো এক ব্যায়াম রয়েছে৷ আমরা বুড়ো আঙুল দিয়ে বাইরের দিকে একটু টেনে ধরি৷ কাঁধদুটি পেছন দিকে কিছুটা নেমে যায় এবং শোল্ডার ব্লেড পরস্পরের কাছাকাছি এসে যায়৷ তারপর আবার ধীরে ধীরে বিশ্রামের পালা৷’’

অনেক মানুষ ঘাড়ের ব্যথায় লাগাতার কাবু হয়ে থাকেন৷ তাই সেই ব্যথা দূর করার চেষ্টা জরুরি৷ স্টেফান বলেন, অনেক মানুষের ঘাড়ের পেশির সমস্যা রয়েছে৷ অর্থাৎ শোল্ডার গার্ডের থেকে উপরে ঘাড় পর্যন্ত ব্যথা হয়৷ তখন শরীর টেনে ধরা ও ছাড়ার ব্যায়ামে কাজ হয়৷ দুটি পানির বোতল হাতে নেওয়া যাক৷ তারপর ঝুলিয়ে দিয়ে কাঁধ যতটা সম্ভব উঁচু রাখতে হবে৷ তখন পেশির উপর চাপ পড়বে৷ তারপর আবার নীচে নামিয়ে দিতে হবে৷ তখন শরীর টের পাবে কোনটা উপর দিক, আর কোনটা নীচের দিক৷ অর্থাৎ কখন পেশি শিথিল হবে৷’’

মাটিয়াস টেরটিল্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান