1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ব্যাপক হামলার মুখে আরো সহায়তার প্রত্যাশায় ইউক্রেন

২৪ জানুয়ারি ২০২৪

কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি৷ ন্যাটো, জার্মানি ও মিত্র দেশগুলি সে দেশের জন্য আরো সামরিক সহায়তার উদ্যোগ নিচ্ছে৷

https://p.dw.com/p/4bc1s
হামলার পর খারকিভের বিধ্বস্ত একটি ভবনে উদ্ধারকাজ চলছে
খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আট জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেনছবি: Ukrainian Emergency Service/AP Photo/picture alliance

মঙ্গলবার রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে৷ ফলে কমপক্ষে ১৮ জন নিহত ও একশরও বেশি মানুষ আহত হয়েছে৷ রাশিয়া সীমান্তের কাছে খারকিভ শহরে আবাসনের উপর হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন৷ খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, সেই হামলায় কমপক্ষে আট জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাতে তাঁর দৈনিক ভিডিও বার্তায় রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেন৷ তিনি বলেন, রাশিয়ার চোখে ইউক্রেনে স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রা হুমকির মতো৷ রাশিয়া একেবারে বাঁধাধরা সন্ত্রাসী রাষ্ট্রের আচরণ করছে৷ তিনি এর সুদূরপ্রসারী জবাবের হুমকি দিয়েছেন৷ জেলেনস্কি বলেন, রাশিয়ার যুদ্ধ অনিবার্যভাবে সে দেশে ফিরিয়ে দেওযা হবে৷ শুধু মঙ্গলবারই রাশিয়া প্রায় ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন৷ তাঁর মতে, এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ধ্বংস করাই মূল উদ্দেশ্য ছিল৷ বেশিরভাগ হামলা প্রতিহত করা সম্ভব হলেও প্রায় ২০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৩৯টি নিরীহ মানুষের বাসভাবন৷

রাশিয়া অবশ্য বেসামরিক অবকাঠামোর উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে৷ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনের মতো বেসামরিক স্থাপনা, আবাসিক এলাকা বা নিরীহ মানুষের উপর হামলা চালায় না৷ উল্লেখ্য, রুশ নিয়ন্ত্রিত দনিয়েৎস্ক অঞ্চলে এক হামলায় তিন জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে৷

ইউক্রেন এখনো বড় আকারের পশ্চিমা সহায়তার জন্য অপেক্ষা করছে৷ রাশিয়ার হামলা প্রতিহত করতে গিয়ে সে দেশের গোলাবারুদ ফুরিয়ে আসছে৷ মার্কিন প্রশাসন এখনো ইউক্রেনের জন্য সহায়তার ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন আদায় করতে পারছে না৷ এই অবস্থায় ‘রামস্টাইন ফরম্যাট' নামের গোষ্ঠীর সদস্য দেশগুলি ভিন্ন পথে ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তার বিষয়ে আলোচনা করেছে৷ জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনকে ছয়টি সি-কিং এমকে৪১ মডেলের বহুমুখী হেলিকপ্টার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন৷ জার্মানি এর আগে সে দেশকে এমন ধরনের হেলিকপ্টার হস্তান্তর করে নি৷ তবে ইউক্রেনের অনুরোধ মেনে টাউরুস মিসাইল দিতে জার্মানি এখনো দ্বিধা করছে৷

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা কয়েকটি জার্মান সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পশ্চিমা জগতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের গতির সমালোচনা করেন৷ তিনি যাবতীয় সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেও মনে করিয়ে দেন, যে যুদ্ধের মাত্রার পরিপ্রেক্ষিতে আরো দ্রুত এবং আরো বেশি সহায়তার প্রয়োজন হয়ে পড়ছে৷ ইউক্রেন নিজস্ব উৎপাদন বাড়ালেও পশ্চিমা বিশ্ব থেকে যথেষ্ট গোলাবারুদ পাচ্ছে না৷ কুলেবা বলেন, শুনতে অদ্ভুত মনে হলেও উত্তর কোরিয়া এ ক্ষেত্রে রাশিয়ার জন্য তুলনামূলকভাবে আরো দক্ষ সহযোগী হয়ে উঠেছে, ইউক্রেনের মিত্র দেশগুলি যা পারছে না৷ উল্লেখ্য, ন্যাটো যৌথভাবে জার্মানি ও ফ্রান্সের দুটি কোম্পানির কাছে প্রায় ১১০ কোটি ইউরো মূল্যের গোলাবারুদ কেনার উদ্যোগ নিচ্ছে৷ সেগুলি ইউক্রেনে ব্যবহৃত রক্ষণাত্মক প্রতিরক্ষা প্রণালীতে ব্যবহার করা হয়৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান