1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যবসা বন্ধ, তাও দায়িত্ব নিয়েছেন ওরা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৩ এপ্রিল ২০২০

কলকাতার ফুটপাথের হকারদের সবথেকে বড় বেচাকেনার দুটো মরশুম বাংলা বছর শেষের চৈত্র সেল এবং দুর্গাপূজা৷ লক ডাউনের কারণে চৈত্র সেল এবার হতেই পারল না৷ তাও নিজেদের এবং অন্যদেরও দায়িত্ব নিয়েছেন ওরা৷

https://p.dw.com/p/3aqEc
ছবি: DW/S. Bandopadhyay

বাংলা বছরের শেষ দিনে, কলকাতার ফুটপাথ দিয়ে স্রেফ হাঁটা যায় না৷ দুপাশে হকারদের স্টল উপচে পড়ে পশরায়৷ তাতে সংসারের দরকারি জিনিস থেকে বাহারি পোশাক, সাজগোজের সরঞ্জাম থেকে ঘরের চাদর, পর্দা, পাপোষ—সব পাওয়া যায়৷ লোকে এই সময় কেনেও দুহাত ভরে৷ নতুন বছরের শুরুটা নতুনভাবে করতে সবারই ইচ্ছে হয়৷ ফলে হকারদের সারা বছরের রোজগারের অনেকটা উঠে আসে এই চৈত্র মাসের বেচাকেনা থেকে৷ কিন্তু ঘটনাচক্রে এবার চৈত্র মাস শুরু হওয়ার ঠিক আগে থেকেই শুরু হয়েছে লকডাউন৷ যার আন্দাজ হকারদের আগে থেকে ছিল না৷ ফলে প্রত্যেকেই নিজের সামর্থ অনুযায়ী বেশি করে মাল তুলেছিলেন, যা এখন অবিক্রিত পড়ে আছে গুদামঘরে৷ টানা এক মাস ধরে জারি থাকা লকডাউন যত এগিয়েছে, কড়াকড়ি আরও বেড়েছে৷ ফলে দোকান খোলার কথা ভাবতেও পারেননি হকাররা৷ ব্যবসা বন্ধ, টাকা আটকে আছে, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তার কোনও লক্ষণও নেই৷ ফলে হকারদের মাথায় হাত৷

‘‘‌করোনা আসলে শ্রমজীবী মানুষের বেশি ক্ষতি করে গেল!‌’’ ‌বললেন হকার সংগ্রাম কমিটির নেতা মুরাদ হোসেন৷ কেবল হকাররা নয়, তিনি চিন্তিত দিনমজুরদের নিয়ে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে, যারা বাড়ি বাড়ি কাজ করে বেড়ান, সেই পরিচারিকাদের নিয়েও৷ অসংগঠিত ক্ষেত্রের এই শ্রমজীবী মানুষদের প্রত্যেককে নিয়েই এখন হকার সংগ্রাম কমিটি চিন্তিত৷ তার সবথেকে বড় কারণ, এই মানুষগুলোই হাতে টাকা এলে ফুটপাথের হকারদের কাছে আসেন জিনিস কিনতে৷ তাদের আর্থিক ক্ষতি মানে ভবিষ্যতে হকারদেরও ব্যবসা নষ্ট৷ যার জন্য, এবারের নষ্ট চৈত্র সেলের থেকেও মুরাদ হোসেনরা বেশি চিন্তিত ভবিষ্যৎ নিয়ে৷

তবে এই বিপর্যস্ত আবহেও ওই মানুষগুলোর দায়িত্ব নিয়েছে হকার সংগ্রাম কমিটি৷ অসংগঠিত ক্ষেত্রের প্রায় ২০০ লোককে তারা প্রতিদিন পৌঁছে দিচ্ছেন চাল, ডাল তেল, আলু, সাবান৷ ‘‘‌আপাতত এইটুকুই আমরা করতে পারছি৷ জানি না, ভবিষ্যতে কী করা যাবে না যাবে,’’ চিন্তিত গলায় বললেন মুরাদ হোসেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান