1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন পণ্যে শুল্ক আরোপ করছে ইইউ

১১ নভেম্বর ২০২০

বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসকে ভর্তুকি প্রদান করা নিয়ে সৃষ্ট বিরোধের অংশ হিসেবে পনির এবং ওয়াইনের মতো ইউরোপীয় পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র৷ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা ব্যবস্থা নিয়েছি৷

https://p.dw.com/p/3l7vd
ছবি: picture-alliance/dpa/C. Charisius

ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভালডিস ডম্ব্রভস্কিস সোমবার জানিয়েছেন যে ইউরোপে রপ্তানি করা মার্কিন বেশ কিছু পণ্যের উপর শুল্ক ও অন্যান্য জরিমানা আরোপ করতে যাচ্ছে ইইউ, অর্থের হিসেবে যা চার বিলিয়ন মার্কিন ডলার৷

মার্কিন যুক্তরাষ্ট্র বোয়িংকে অবৈধভাবে ভর্তুকি প্রদান করার প্রতিবাদে এসব শুল্ক আরোপ করছে ইইউ৷ অক্টোবরে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এক রায়ে এধরনের শুল্ক আরোপের বিষয়টি অনুমোদন দিয়েছে৷ এরপর ইইউভুক্ত বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে একমত হয়৷

যুক্তরাষ্ট্র অবশ্য গতবছরই ইউরোপের বিভিন্ন পণ্যের উপর এধরনের শুল্ক আরোপ করেছিল৷ ওয়াইন, পনির, সিঙ্গেলমল্ট হুইস্কির উপর আরোপ করা সেই শুল্কের পরিমাণ আর্থিক হিসেবে সাত বিলিয়ন মার্কিন ডলারের মতো৷ মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসকে ভর্তুকি দেয়া নিয়ে গত ষোল বছর ধরেই ইউরোপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিরোধ চলছে৷

বিশেষজ্ঞরা অবশ্য মার্কিন নির্বাচনে জো বাইডেন জেতার পরপরই ইইউ'র এই ঘোষণায় কিছুটা অবাক হয়েছেন৷ তারা মনে করছেন, এই ঘোষণা আরো কিছুদিন অপেক্ষা করার পর দেয়া যেত কেননা বাইডেন হয়ত বিষয়টি অন্যকোনোভাবে সুরাহার চেষ্টা করতেন৷

জার্মানিতে আমেরিকান চেম্বার অব কমার্স লবি গ্রুপের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক স্পোর্টোলারি এই বিষয়ে বলেন, ‘‘আমার মনে হয় এই সিদ্ধান্ত অবিশ্বাস্যভাবে স্বল্পদৃষ্টির পরিচয় দিচ্ছে৷ আগামী দু'মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাইডেন৷ আমরা কেন অপেক্ষা করতে পারছি না? এবং একসঙ্গে সামনে আগানোর পথ খুঁজছি না? আমাদের এই ‘টিট ফর ট্যাট’ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে৷’’

স্পোর্টোলারি আশা করছেন, বাইডেন ভূ-রাজনীতিকে বাণিজ্যের সঙ্গে মেলাবেন না ‘‘যা ট্রাম্প করেছেন’’৷ জার্মানির অর্থমন্ত্রী পিটার আল্টমায়ারও একইরকম আশাবাদ ব্যক্ত করেছেন৷

এআই/কেএম (ডিপিএ, এএফপি, রয়টার্স)