1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোলিং চিন্তায় রাখল ভারতকে

১ সেপ্টেম্বর ২০২২

ক্রিকেটে ভারতের তুলনায় হংকং দুর্বল প্রতিপক্ষ। কিন্তু তারা যেভাবে ভারতীয় পেসারদের পিটিয়ে ১৫২ রান তুলে নিল, তাতে রোহিত শর্মার চিন্তা স্বাভাবিক।

https://p.dw.com/p/4GI2H
হংকংয়ের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ও রাহুল দ্রাবিড় রান পেয়েছেন।
হংকংয়ের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ও রাহুল দ্রাবিড় রান পেয়েছেন। ছবি: Anjum Naveed/AP/picture alliance

এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ভারতের জেতা নিয়ে কোনো সংশয় ছিল না। অঘটন না ঘটলে হংকংয়ের পক্ষে ভারতকে হারানো সম্ভব ছিল না। সেই অঘটন ঘটেনি। কিন্তু ভারতের দুই পেসার অর্শদীপ সিং ও আবেশ খানের আট ওভারের স্পেলে ৯৭ রান তুলে নেয় হংকং। ২০ ওভারে হংকংয়ের মাত্র চার উইকেট নিতে পেরেছেন ভারতীয় বোলাররা। একজন রান আউট হয়েছেন। ম্যাচের শেষে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, বোলিং আরো ভালো হওয়া উচিত ছিল।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হংকংয়ের অধিনায়ক। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে আবার ব্যর্থ। মাত্র ২১ রান করেছেন তিনি। কে এল রাহুলও ফর্মে নেই। ৩৯ বলে ৩৬ রান করেছেন তিনি। তবে অনেকদিন পর বিরাট কোহলি রান পেয়েছেন। ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত থেকেছেন। তবে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা ছিলেন সূর্যকুমার যাদব। ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত থেকেছেন তিনি। তার ও বিরাটের জন্যই ১৯২ রান তুলতে পারে ভারত।

রান পেলেন রাহুল দ্রাবিড়।
রান পেলেন রাহুল দ্রাবিড়।ছবি: Francois Nel/Getty Images

রোহিত যা বললেন

ম্যাচের শেষে রোহিত শর্মা বলেছেন, ''আমরা ব্যাটিংয়ের শুরুটা ভালো করেছিলাম। বড় রান তুলতে পেরেছিলাম। কিন্তু আরো ভালো বল করা উচিত ছিল।''

সূর্যকুমারের ব্যাটিংয়ে আপ্লুত রোহিত। তিনি বলেছেন, ''মাঝে মধ্যে সূর্যকুমার এমন ইনিংস খেলে যা ভাষায় বর্ণনা করা যায় না।''

আগের দিন খেলেছিলেন জাদেজা, বুধবার খেললেন সূর্যকুমার। ভারতীয় দলের এই লড়াকু প্লেয়ারদের সম্পর্কে রোহিত বলেছেন, মাঠে নেমে চ্যালেঞ্জ নেয়াটাই আসল কথা। দলে পরিবর্তন হবে। যাদের ঠিক মনে হবে, তাদেরই মাঠে নামাতে চান অধিনায়ক।

হংকংয়ের প্লেয়ার কিঞ্চিত শাহ ম্যাচ শেষ হওয়ার পর চলে যান দর্শক গ্যালারিতে।
হংকংয়ের প্লেয়ার কিঞ্চিত শাহ ম্যাচ শেষ হওয়ার পর চলে যান দর্শক গ্যালারিতে। ছবি: Karim Sahib/AFP/Getty Images

বিয়ের প্রস্তাব

কিঞ্চিত শাহের বান্ধবী ছিলেন দর্শক গ্যালারিতে। খেলা শেষ হতেই কিঞ্চিত চলে যান গ্যালারিতে বান্ধবীর কাছে। তাকে বিয়ের প্রস্তাব দেন। হাসিমুখে গ্রহণ করেন বান্ধবী।

জিএইচ/এসজি (এনডিটিভি)