1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে এটিএম লুট

১৭ ডিসেম্বর ২০১৫

টাকা তো হাতের কাছেই আছে৷ চারিদিকে এটিএম৷ বিস্ফোরণ ঘটিয়ে তার ভেতর থেকে টাকা লুট করে নিলেই হলো৷ জার্মানিতে ইদানীং এমন অপরাধের সংখ্যা বেড়েই চলেছে৷

https://p.dw.com/p/1HOzS
ছবি: dpa

নজরদারির জন্য ক্লোজড সার্কিট ভিডিও ক্যামেরা, পরিবেশ নিরাপদ রাখার নানা ব্যবস্থা থাকা সত্ত্বেও কোনো ফল পাওয়া যাচ্ছে না৷ যেখানেই টাকা তোলার এটিএম রয়েছে, দুষ্কৃতিরা রাতের অন্ধকারে সেখানে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে লুটের টাকা নিয়ে পালাবার চেষ্টা করছে৷

তারা এমনই বেপরোয়া যে, পেট্রোল পাম্পেও বিস্ফোরণ ঘটাতে ইতস্তত করছে না৷ বুধবার রাতে এমন এক বিস্ফোরণে তেলের আধারেও আগুন ধরে যাবার ঝুঁকি ছিল৷ রেল স্টেশনের ক্যাশ মেশিনও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না৷

শুধু নর্থরাইন ভেস্টফালিয়া রাজ্যেই সম্প্রতি ষাটেরও বেশি এমন অপরাধমূলক ঘটনার খবর পাওয়া গেছে৷ ধরা পড়ার ভয় সত্ত্বেও চটজলদি নগদ টাকা হাতে পেতে এটিএম লুটের ঝুঁকি নিচ্ছে এই সব দুষ্কৃতিরা৷ কিছু ব্যাংকের শাখা এমন হামলা এড়াতে একমাত্র দিনের বেলাই তাদের ক্যাশ মেশিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে৷

পুলিশ এখনো তাদের নাগাল পায়নি৷ কোনো দল গাড়ি করে, কেউ বা মোটরসাইকেল বা স্কুটার নিয়ে এমন হামলা চালাচ্ছে৷ মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় বোঝা যাচ্ছে না৷ তাছাড়া এমন বিস্ফোরণের ফলে আশেপাশের বাড়ি-ঘরের মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়েও তাদের মাথাব্যথা নেই৷ এখনো পর্যন্ত যে হতাহতের খবর নেই, সেটাও বিস্ময়কর ঘটনা বলে কর্তৃপক্ষ মনে করছে৷

এসবি/ডিজি (ডিপিএ)

বন্ধু, আপনার ওখানেও কি এমন এটিএম লুটের ঘটনা ঘটে থাকে? নীচের ঘরে জানান বিস্তারিত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য