1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি ছাত্রদের আগ্রহ

রিয়াজুল ইসলাম১৫ অক্টোবর ২০১২

জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের অন্যতম বিশ্ববিদ্যালয় রুয়র ইউনিভার্সিটি বোখুম৷ রাজ্যের উত্তরে বোখুম শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিদেশি অনেক ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়ে থাকে৷

https://p.dw.com/p/16PzS
বাংলাদেশের ছাত্র শরীফ মোরতজা হাসান
Sharif Mortogaছবি: Sharif Mortoga

জার্মানির যে কয়টি বিশ্ববিদ্যালয় ন্যাচারাল সায়েন্স নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে বোখুম শহরে অবস্থিত রুয়র ইউনিভার্সিটি তার মধ্যে একটি৷ এই বিশ্ববিদ্যালয়টিতে ন্যাচারাল সায়েন্স ছাড়াও মেডিসিন ও প্রকৌশল নিয়ে পড়ার সুযোগ রয়েছে৷ এর বাইরে অর্থনীতি, আইন সহ অন্যান্য মানবিক বিষয়গুলো তো থাকছেই৷ রুয়র ইউনিভার্সিটি বোখুমে পড়াশোনার উন্নত মান ছাড়াও বৃত্তির সুযোগ সুবিধাও অনেক৷ এছাড়া টিউশন ফিও লাগে না এখানে পড়তে৷ সব মিলিয়ে বিদেশি ছাত্রছাত্রীদের অন্যতম আকর্ষণ রুয়র ইউনিভার্সিটি বোখুম৷ এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত ‘ডয়েচলান্ড স্টিপেন্ডিয়ুম' থেকে বৃত্তির ব্যবস্থা রয়েছে৷

Reportage Ruhr-Uni Bochum
রুয়র ইউনিভার্সিটি বোখুমছবি: DW

এর বাইরে নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্য সরকারের পক্ষ থেকেও আলাদা বৃত্তি দেওয়া হয় ছাত্রছাত্রীদের৷ তাদের একজন বাংলাদেশের ছাত্র শরীফ মোরতজা হাসান৷ তিনি এখানে বায়োকেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করছেন৷ তিনি রাজ্যের বিজ্ঞান ও গবেষণা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি মাসে ৯২০ ইউরো করে বৃত্তি পান৷ তাঁর কাছে জানতে চেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে বৃত্তির কেমন সুযোগ রয়েছে? তিনি জানান, এখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আলাদাভাবে প্রতি মাসে ৩০০ ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়ে থাকে৷ তাদের প্রত্যেককে মাসে ৩০০ ইউরো করে দেওয়া হয়৷ এছাড়া এর বাইরে তাদের পার্ট টাইম কাজ করারও অনুমতি দেওয়া হয়৷ তাই সব মিলিয়ে তাদের খরচ চলে যায়৷

জার্মানিতে পড়তে আসার কারণ হিসেবে শরীফ বলেন, ‘‘তিনটি কারণে আমি জার্মানিকে বেছে নিই৷ প্রথম কারণ হলো, এখানে কোন টিউশন ফি লাগে না৷ দ্বিতীয়ত, এখানকার মাস্টার্স কোর্স দুই বছর, এখানে মাস্টার্স থিসিসের জন্য ছয় মাস থেকে এক বছরের সময় থাকে যেটা পিএইচডির জন্য সুযোগ করে দেয়৷ এছাড়া এখানকার পড়াশোনার মান উন্নত মানের৷ সব মিলিয়ে জার্মানি আমার কাছে এক নম্বর পছন্দ ছিলো৷

Week 42/12 LS1-Campus: Scholarship in Ruhr University Bochum - MP3-Mono

জার্মান ভাষাটা কেবল জার্মানি নয়, অস্ট্রিয়া এমনকি সুইজারল্যান্ডেও চলে, তাই জার্মান জানা থাকলে চাকরির জন্য জার্মানির বাইরেও চেষ্টার সুযোগ রয়েছে বলে জানান বাংলাদেশি ছাত্র শরীফ৷ রুয়র ইউনিভার্সিটি বোখুমের অনেকগুলো বিভাগেই বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য সুযোগ রয়েছে বলে জানান তিনি৷ এগুলোর মধ্যে রয়েছে কম্পিটিশনাল ইঞ্জিনিয়ারিং, মেটারিয়াল সায়েন্স অ্যান্ড সিম্যুলেশন, মলিকিউলার সায়েন্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি৷ এছাড়া অর্থনীতি বিভাগেও ইংরেজিতে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানান শরীফ মোর্তজা হাসান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য