1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

বোকো হারামের শীর্ষ নেতার মৃত্যুর খবর

Sanjiv Burman৭ জুন ২০২১

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অডিও বার্তা পাঠিয়ে পশ্চিম আফ্রিকা প্রদেশ ইসলামিক স্টেট (আইএসডাব্লিউএপি) দাবি করেছে, বোকো হারাম নেতা আবুবকর শেকাউ আর নেই৷ তবে শেকাউ-এর মৃত্যুর খবর নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বোকো হারাম৷

https://p.dw.com/p/3uWXK
Nigerien Boko Harams Führer Abubakar Shekau
ছবি: picture-alliance/AP Photo

পাঁচ বছর আগে বোকো হারামেরই অংশ ছিল আইএসডাব্লিউএপি৷ কিন্তু নারী ও শিশুদের মানবঢাল বানানো এবং মুসলিমদের হত্যা নিয়ে বিরোধ দেখা দেয়ায় সন্ত্রাসী সংগঠনটির এই অংশ ২০১৬ সালে নিজেদের ইসলামিক স্টেট (আইএস)-এর অনুসারী হিসেবে ঘোষণা করে৷ তারপর বিভিন্ন সময় বোকোহারামের সঙ্গে সংঘাতেও জড়ায় তারা৷

রোববার বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপিকে পাঠানো এক বার্তায় আইএসডাব্লিউএপি দাবি করে, তাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধের এক পর্যায়ে পরাজয় নিশ্চিত জেনে আবুবকর শেকাউ আত্মহননের পথ বেছে নিয়েছেন৷ অডিও বার্তায় নিজেকে আইএসডাব্লিউএপি-র নেতা আবু মুসাব আল-বার্নাওই দাবি করে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, গত ১৮ মে নিজের শরীরের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে শেকাউ মৃত্যুকে বরণ করেছেন৷ অডিও বার্তায় আইএসডাব্লিউএপি-র কথিত নেতা আরো বলেন, " বেহেশতে পাঠিয়ে আল্লাহ তার (শেকাউ) বিচার করেছেন৷" আইএসডাব্লিউএপি-এর দাবি, সাম্বিসা জঙ্গলে লড়াইয়ের এক পর্যায়ে পরাজয় অনিবার্য বুঝতে পেরে শেকাউ পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন৷ তবে টানা পাঁচ দিন গহিন জঙ্গলে ছুটে বেড়ালেও শেষ পর্যন্ত আইএসডাব্লিউএপি যোদ্ধারা তাকে পেয়ে যায়৷ ধরা না দিয়ে তখনই আত্মহননের পথ বেছে নেন আবুবকর শেকাউ৷

আইএসডাব্লিউএপি-এর পাঠানো অডিও বার্তার তথ্য ঠিক কিনা তা ডয়চে ভেলে যাচাই করতে পারেনি৷

এক দশকেরও কম সময়ে বোকো হারামকে ব্যাপক শক্তিশালী এক সন্ত্রাসী সংগঠনে রূপান্তর করেন আবুবকর শেকাউ৷ সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নৃশংস হত্যা, অপহরণ এবং লুটপাট চালিয়ে অনেকবার খবরের শিরোনামে এসেছে জঙ্গি সংগঠনটি৷ জাতিসংঘের তথ্য অনুযায়ী, বোকো হারামের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং ঘরছাড়া হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ৷

এসিবি/কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য