1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেশি দামের রেকর্ড গড়েছে যে ছবি

১৬ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পী ডেভিড হকনি'র আঁকা একটি ছবি বৃহস্পতিবার ৯০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে৷ কোনো শিল্পীর জীবদ্দশায় বিক্রি হওয়া ছবির দামের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবির দাম৷

https://p.dw.com/p/38NEP
ছবি: picture alliance/AP Photo/K. Cheung

সুইমিং পুলের ছবি আঁকায় বরাবরই ঝোঁক মার্কিন যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পী ডেভিড হকনি'র৷ ২০১৭ সালে তাঁর ৮০তম জন্মবার্ষিকীতে প্রকাশিত সংকলনের প্রচ্ছদেও শোভা পায় একটি সুইমিং পুল৷ বর্তমানে আবার খবরের শিরোনামে তাঁর আঁকা একটি সুইমিং পুলের চিত্র৷ হকনি’র ‘পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট (পুল উইথ টু ফিগারস)’ ছবিটি গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি নিলামে বিক্রি হয় ৯০ মিলিয়ন ডলারের কিছু বেশি মূল্যে৷

এখন পর্যন্ত কোনো শিল্পীর বেঁচে থাকা অবস্থায় বিক্রি হওয়া শিল্পের সর্বোচ্চ দাম এটিই৷ এর আগে এই রেকর্ড ছিল আরেক মার্কিন শিল্পী জেফ কুনস-এর৷ তাঁর আঁকা ‘বেলুন ডগ (অরেঞ্জ)’ ছবিটি ২০১৩ সালে বিখ্যাত নিলাম সংস্থা খ্রিস্টিজ-এ বিক্রি হয়েছিল ৫৮ মিলিয়ন ডলারে৷

ইতিহাস গড়া হকনির এই ছবির নিলাম প্রত্যক্ষ করতে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে৷ খ্রিস্টিজ-এর ঘরে সেদিন ছিল না তিল ধারণের জায়গাটুকুও৷ ছবিটির দাম যখন ৮০ মিলিয়ন পেরোতে শুরু করে, হাততালিতে ফেটে পড়ে সারা ঘর৷ অবশেষে, ৯০,৩১২,৫০০ ডলারে এসে থামে দামের পারদ৷

এখানে উল্লেখ্য, ১৯৭২ সালে ডেভিড হকনি’র এই ছবিটিই বিক্রি হয়েছিল মাত্র ২০,০০০ ডলারে৷ ছয় মাসের মাথায় সেই ছবি আবার বিক্রি হয় ৫০,০০০ ডলারে৷ একই ছবি এখন এত দামে বিক্রি হওয়ায় শিল্পী ক্ষুণ্ণ হবেন বলে মনে করেন খ্রিস্টিজ-এর যু্গ্ম-সভাপতি অ্যালেক্স রটার৷ তাঁর মতে, ‘‘তিনি সত্যিই একজন মহান শিল্পী৷ বরং এই সময়ের জীবিত শিল্পীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ডেভিড হকনিই৷ এই ছবিটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি৷’’

বৃহস্পতিবারের এই নিলাম খ্রিস্টিজ-এর বার্ষিক নিলামগুলির অন্যতম৷ গত বছর এই নিলামেই বিক্রি হয় লিওনার্দো দা ভিঞ্চি’র ‘সালভাদোর মুন্দি’ ছবিটি৷ চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া এই ছবি গত বছর বিক্রি হয় ৪৫০ মিলিয়ন ডলারে৷ কিন্তু জীবদ্দশায় নিজের সৃষ্টির এমন মূল্য পাওয়ার রেকর্ড গড়লেন হকনিই৷

রেকর্ড-গড়া এই ছবিটি নিলামে ওঠে কোনো ‘রিজার্ভ প্রাইস’ ছাড়াই৷ অর্থাৎ, এই ছবিটি অনেক কম দামেও বিক্রি হতে পারতো৷

এসএস/এসিবি (এএফপি)

২০১৭ সালের নভেম্বরের ছবিঘরটি দেখুন...