1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলারুশে সাংবাদিক, মানবাধিকার কর্মীদের বাড়িতে অভিযান

১৭ ফেব্রুয়ারি ২০২১

গত আগস্টে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন দাবি করে আবারও বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন ইউরোপের ‘শেষ একনায়ক’ আলেকজান্ডার লুকাশেঙ্কো৷ এর প্রতিবাদে দেশটিতে প্রতি সপ্তাহান্তে বিক্ষোভ হচ্ছে৷

https://p.dw.com/p/3pUA8
প্রতীকী ছবিছবি: picture-alliance/NurPhoto/J. Arriens

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত কয়েক হাজার বিক্ষোভকারী ও বিরোধী দলের কর্মীদের আটক করা হয়েছে৷

মঙ্গলবার সাংবাদিক, মানবাধিকারকর্মী ও ট্রেড ইউনিয়ন সদস্যদের বাড়িতে ২০টির বেশি অভিযান চালায় পুলিশ৷ সরকারবিরোধী বিক্ষোভ তদন্তের অংশ হিসেবে এই অভিযান বলে জানিয়েছেন কর্মকর্তারা৷ 

‘বেলারুশিয়ান এসোসিয়েশন অফ জার্নালিস্টসের' প্রধান আন্দ্রেই বাস্তুনেটসের বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি৷ পরে তাকে ছেড়ে দেয়া হয়৷

মানবাধিকার সংগঠন ভিয়াসনার অফিসেও অভিযান চালানো হয় বলে জানিয়েছে তারা৷ এই সময় পুলিশ ফোনসহ অন্যান্য ডিভাইস জব্দ করে এবং কয়েকজনকে ধরে নিয়ে যায় বলে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র পেটার সান্তো সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে অভিযানের সমালোচনা করেছেন৷ এটা ‘তাদের মৌলিক স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের পুরোপুরি লঙ্ঘন' বলে ডয়চে ভেলেকে জানান তিনি৷ এমন অভিযান ‘অগ্রহণযোগ্য' বলেও মন্তব্য করেন তিনি৷

২০২০ সালের নির্বাচনের পর ‘এখন পর্যন্ত কয়েকশ নির্যাতনের ঘটনার তালিকা' করা হয়েছে বলে জানান তিনি৷

তবে বড় অপরাধ তদন্তের দায়িত্বে থাকা বেলারুশের ইনভেস্টিগেটিভ কমিটির দাবি, ‘পাবলিক অর্ডার লঙ্ঘনের জন্য প্রস্তুতি নেয়া বিভিন্ন সংস্থার বিরুদ্ধে' অভিযান চলছে৷ ইনভেস্টিগেটিভ কমিটি বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব সংস্থা মানবাধিকার রক্ষার আড়ালে বিক্ষোভ আয়োজনের তহবিল যোগান দিচ্ছে৷ 

আগস্টের বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিপীড়ন শুরু হলে এর সঙ্গে জড়িত বেলারুশের ৮৪ জন ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন৷ এর প্রতিক্রিয়ায় অক্টোবরে বিদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করে দেয় বেলারুশ৷

গতবছর বেলারুশের পুলিশ মোট ৪৭৭ বার সাংবাদিকদের আটক করেছে বলে জানিয়েছে বেলারুশিয়ান এসোসিয়েশন অফ জার্নালিস্টস৷ এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)