1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলজিয়ামের ব্রুজ শহরের বরফ উৎসব

১১ জানুয়ারি ২০১৯

উত্তরের ভেনিস বলে পরিচিত বেলজিয়ামের ব্রুজ শহরে প্রতিবছর বরফ উৎসবের আয়োজন করা হয়৷ বরফ দিয়ে বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করেন শিল্পীরা৷

https://p.dw.com/p/3BOVa
ছবি: Reuters/Y. Herman

বরফ দিয়ে ভাস্কর্য তৈরিতে বেশি সময় লাগে না বলে জানালেন রাশিয়ার বরফ শিল্পী মিখাইল ফেডোটোভ৷ তিনি বলেন, ‘‘বরফখন্ড থেকে একটি বড় ভাস্কর্য বানাতে ৪-৫ দিন লাগে৷ কাঠ বা পাথর দিয়ে বানালে অনেক সময়ের প্রয়োজন হয়৷''

বরফ নিয়ে কাজের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন৷ আরেক বরফ শিল্পী দিমিত্রি ক্লিমেঙ্কো বলেন, ‘‘যেসব যন্ত্র দিয়ে আমরা কাজ করি, সেগুলো বেশ ধারালো৷ করাতটা বেশ বিপজ্জনক৷ তাই কাজ করার সময় আমাদের অনেক বিষয়ে খেয়াল রাখতে হয়৷''

আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে ঠান্ডা৷ শিল্পীদের মাইনাস তাপমাত্রায় কাজ করতে হয়৷ অবশ্য রাশিয়া আর ইউক্রেন থেকে আসা বেশিরভাগ শিল্পীর জন্য সেটা সমস্যা নয়৷ ক্লিমেঙ্কো বলেন, ‘‘আপনি যখন কাজের মাঝে থাকেন, তখন ঠান্ডা অনুভূত হয় না৷ কারণ, এখানে আসলে তেমন ঠান্ডা নেই৷ মাত্র মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস৷ এটা কিছুই না৷''

ব্রুজ শহরে ভিন্নরকম বরফ উৎসব

ব্রুজ শহরে নিয়মিত আয়োজিত হয়ে আসা গতবছরের উৎসবে প্রথমবারের মতো ভিডিও ইনস্টলেশনের ব্যবস্থা করা হয়েছিল৷

দুজন ভিডিও আর্টিস্ট সাড়ে নয়শ' এলইডি স্ক্রিন ব্যবহার করে লাইট শো'র ব্যবস্থা করেছিলেন৷ এর মধ্যে একজন বেলজিয়ামের ইওরিস কর্টহট৷

তিনি মূলত বড় উৎসবে ডিজে-দের জন্য লাইট শো'র ব্যবস্থা করেন৷ বরফের মতো অর্ধস্বচ্ছ সারফেসে কাজের অভিজ্ঞতা তাঁর জন্য নতুন৷ কর্টহট বলেন, ‘‘এখানে আমাদের মূল চ্যালেঞ্জ ছিল, স্ক্রিনটা বেশ প্রশস্ত, প্রায় পুরো এলাকা জুড়ে৷ খুবই উচ্চ রেজ্যুলেশনের কাজ৷ ওটা আমাদের জন্য নতুন ছিল৷ বরফের পেছনে ভিজ্যুয়াল বসানোর কাজ আমি আগে করিনি৷ শুরুতে ভেবেছিলাম, কাজটা অদ্ভুত হবে৷ কারণ, আপনি আসলে আর স্ক্রিনটা দেখতে পান না৷''

আলেক্সান্ডার ডেমান ১৬ বছর ধরে এই উৎসবের আয়োজন করেছেন৷ ভিডিও ইনস্টলেশনের বিষয়টি তাঁর দারুণ লেগেছে৷ তিনি বলেন, ‘‘আমাদের জন্য বিষয়টা দারুণ উত্তেজনার ছিল, কারণ, এতদিন আমরা গতানুগতিক লাইট ব্যবহার করতাম৷ গতবার এলইডি স্ক্রিন দিয়ে বিশেষ আলোর ব্যবস্থা করেছিলাম৷ বরফ-স্থাপত্যের বিশ্বে এ এক নতুন ধারণা এবং বেশ জমকালো ছিল৷''

মেলিনা গ্রুন্ডমান/জেডএইচ