1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেবি বয় ড্রামার

৪ ফেব্রুয়ারি ২০১৯

প্রথমে ভিডিওর দিকে না তাকিয়ে ড্রাম বাজানো শুনুন৷ মনে হবে অতি প্রতিভাবান কোনো তারকা ড্রামার পারফর্ম করছেন৷ কিন্তু ভিডিওটি দেখলে অবাক হবেন৷

https://p.dw.com/p/3Cfsl
Geschichte des Schlagzeugs Drummer Anthony Williams
ছবি: picture-alliance/dpa

অনেকেই হয়তো এরই মধ্যে বুঝে গেছেন যে, ‘বেবি বয় ড্রামার'-এর কথা বলা হচ্ছে৷ যাঁরা এখনো জানেন না, তাঁরা পরিচিত হন চার বছর বয়সি এই ড্রামার অতিমানবের সঙ্গে৷ ঠিক এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে চেনে৷

 এই শিশুর আসল নাম জাস্টিন এলজে উইলসন টু৷ চার বছর বয়সেই তার নিজস্ব ওয়েসবাইট, ইউটিউব চ্যানেল, ইন্সটাগ্রাম সবই আছে৷ সেখানেই সে এতটা জনপ্রিয়তা পেয়েছে৷

উইলসনের যখন মাত্র চার মাস বয়স, তখনই তার বাবা-মা আবিষ্কার করেন যে, মিউজিকের পিচ মেলাতে পারে তাঁদের সন্তান৷ ১৫ মাস বয়সে সে পিয়ানোতে কোনো মিউজিক ট্র্যাকের সঙ্গে তাল মেলানো ও সেখানে টিঙ্কার যুক্ত করতে পারতো৷

এমন বিভিন্ন সময়ে তার মিউজিকের প্রতি আগ্রহ ও প্রতিভা সম্পর্কে এরই মধ্যে তার অভিভাবকরা নানান ভিডিও যুক্ত করেছেন তার ওয়েবসাইট ও পেজগুলোতে৷ একেকটি ভিডিও কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে হাজারো বার৷ কমেন্ট পড়েছে শত শত৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান