1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেটোফেনের চুলের জিন পরীক্ষা

২৩ মার্চ ২০২৩

কেন শোনার শক্তি হারালেন এই সংগীতশিল্পী। সমস্যা ছিল লিভারেও। বেটোফেনের চুল পরীক্ষা করে জানতে পেরেছেন বিশেষজ্ঞরা।

https://p.dw.com/p/4P6Cg
ছবি: Imago Images

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি বেটোফেনের চুলের পরীক্ষা করেছেন। চুল থেকে ডিএনএ সংগ্রহ করে তারা প্রবাদপ্রতীম সংগীত শিল্পীকে নিয়ে বহু অজানা তথ্য পেয়েছেন।

১৮২৭ সালে মৃত্যু হয় বেটোফেনের। মৃত্যুর আগে শরীর ভেঙে পড়েছিল এই শিল্পীর। চুল পরীক্ষা করে গবেষকেরা জানতে পেরেছেন, তার লিভারের অসুখ ছিল। ৫৬ বছর বয়সে লিভার সিরোসিসে মৃত্যু হয় তার।

চুল পরীক্ষা করে জানা গেছে, তার শরীরে হেপাটাইটিস বি-ও দানা বেঁধেছিল। গবেষকদের বক্তব্য, অতিরিক্ত মদ্যপানের জন্যই তার লিভারের সমস্যা হয়েছিল।

এত কিছু জানতে পারলেও ঠিক কী কারণে এই শিল্পীর মৃত্যু হয়েছিল, তা এখনো জানতে পারেননি বিশেষজ্ঞরা। তবে লিভারের রোগ থেকেই তার মৃত্যু হয়েছে বিশেষজ্ঞদের অনুমান।

এসজি/জিএইচ (ডিপিএ)