1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেইজিংয়ে তালেবান-চীন বৈঠক

২৩ সেপ্টেম্বর ২০১৯

বেইজিংয়ে চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে তালেবানের একটি প্রতিনিধি দল৷ চলতি মাসের শুরুতে ট্রাম্প তালেবানের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণার পর এই বৈঠক করলো চীন ৷

https://p.dw.com/p/3Q73P
Katar Innerafghanisches Dialogtreffen über Wege zu Frieden in Afghanistan
কাতারে তালেবানের মুখপাত্র সুহায়েল শাহীনছবি: Getty Images/AFP/K. Jaafar

তালেবানের প্রতিনিধিরা চীনা কর্মকর্তাদের সাথে রোববার এই আলোচনায় বসে বলে জানিযেছেন কাতারে তালেবানের মুখপাত্র সুহায়েল শাহীন৷ তিনি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, তালেবানের নয় সদস্যের একটি প্রতিনিধি দল বেইজিং সফরে গেছেন এবং চীনের আফগানিস্তান বিষয়ক বিশেষ কর্মকর্তা ড্যাং ঝিজুনের সাথে দেখা করেছেন৷   

যুক্তরাষ্ট্রের সাথে বাতিল হওয়া আলোচনার বিষয়ে তারা কথা বলেছেন৷ ‘‘চীনের বিশেষ প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি আফগানিস্তান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি ভালো কাঠামো এবং তারা এটিকে সমর্থন করে,'' বলেন শাহীন৷ তবে এ দাবির পক্ষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো বক্তব্য পাওয়া যায়নি৷

এর আগে গত জুনেও তালেবানের একটি দল বেইজিং সফরে যায়৷ সেসময় তারা ১৮ বছরব্যাপী চলা এই যুদ্ধের অবসান ঘটাতে  আফগানিস্তানের অভ্যন্তরীন আলোচনার উপর জোর দিয়েছিল৷

উল্লেখ্য, ঝিনজয়াং অঞ্চলে আফগানিস্তানের সাথে চীনের একটি সীমান্ত রয়েছে৷ সেখানকার তুর্কিভাষী মুসলিম সম্প্রদায় উইগুরদের সাথে আফগান জঙ্গীদের যোগাযোগ নিয়ে উদ্বিগ্ন চীন৷

শামিল শামস, এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান