1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুধবার থেকে শিক্ষার্থীদের জন্য ‘হাফ' ভাড়া কার্যকর 

৩০ নভেম্বর ২০২১

বাস মালিকেরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকায় বাসে ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দিয়েছেন ৷ বুধবার থেকেই শিক্ষার্থীরা ‘হাফ' ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন৷

https://p.dw.com/p/43eIB
ফাইল ফটোছবি: bdnews24/M. Zaman Ovi

শিক্ষার্থীদের জন্য বাসে ‘হাফ' ভাড়া কেবল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত৷ সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য ছুটির দিনে ‘হাফ' ভাড়া দেওয়ার সুযোগ থাকবে না৷ 

হাফ ভাড়া দেওয়ার জন্য  নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে শিক্ষার্থীদের৷

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ৷ তিনি বলেন, "এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকার জন্য কার্যকর হবে, কোনোভাবে ঢাকার বাইরের জন্য কার্যকর হবে না৷ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হল৷”

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য