1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ার ক্যানে আটকা পড়া সাপ উদ্ধার করলেন তিনি

৪ এপ্রিল ২০১৯

বিয়ারের ক্যানে আটকা পড়া একটি সাপ উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী৷ ওই সাপ উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে৷

https://p.dw.com/p/3GDbj
প্রতীকী ছবিছবি: Reuters/S. Z. Tun

চলতি পথে ব্রুকসভিলে এলাকায় বিয়ারের ক্যানে আটকে পড়া ওই সাপের দেখা পান রোজা ফন্ড, যিনি মানুষ ও প্রাণী উদ্ধার নিয়ে কাজ করা ‘হিউম্যান অ্যান্ড এনিম্যালস ইউনাইটেড রেসকিউ'এর প্রতিষ্ঠাতা৷

রোজা ফন্ড ফক্স নিউজকে বলেছেন, সাপের ভক্ত না হলেও তিনি জানতেন, কীভাবে তাকে উদ্ধার করতে হবে৷ ‘‘সাপটি জীবিত ও ভয়ার্ত ছিল৷ কিন্তু আমি জানতাম কীভাবে তাকে বাঁচাতে হবে৷ অন্য কেউ হলে সাপটাকে মেরে ফেলত৷ আমার ভাবনায় ছিল তাকে আঘাত করা যাবে না৷''

উদ্ধার কাজ শুরুর পরপর নিজের মুঠোফোনে সেটির ভিডিও ধারণ করেন রোজা এবং পরে তাঁর ফেসবুকে পোস্ট করেন৷

ভিডিওতে রোজা ফন্ডকে চিৎকার করতে দেখা যায় এবং পুরো সময় তিনি সাপের উদ্দেশে বিভিন্ন কথা বলছিলেন৷

এক পর্যায়ে রোজা বলেন, ‘‘আমি তোমার ক্ষতি করতে চাচ্ছি না৷ আমাকে ক্ষমা করো৷''

ফেসবুকে ভিডিওটি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমি উদ্ধারের সাহস সঞ্চয় কীভাবে করব, সে ধারণা ছিল না৷ এমনি সে দুইবার আমার হাত পেঁচিয়ে ফেলেছে!''

ফক্স নিউজ লিখেছে, ব্ল্যাক রেসার নামে বিষহীন সাপ ছিল সেটি৷ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় সাধারণত তাদের দেখা পাওয়া যায়৷

এমবি/জেডএইচ