1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় ফুটবল

৪ ফেব্রুয়ারি ২০১৩

জার্মানির বিপক্ষে দু’গোল করে বালোতেল্লির সেই উল্লাসের দৃশ্য মনে আছে? ইটালির সিরি ‘আ'-তে শুরুটা সে রকমই হয়েছে তাঁর৷ রোনালডো আর মেসির ব্যর্থতার দিনে এসি মিলানকে তিনিই তো জিতিয়েছিলেন দু’গোল করে৷

https://p.dw.com/p/17XXU
ছবি: AP

মেসিও করেছেন একটি গোল৷ স্প্যানিশ লা লিগায় এ নিয়ে টানা ১২ ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার৷ তারপরও তাঁকে ব্যর্থই বলতে হবে, কেননা, তিনি নিজেই সবসময় বলেন, দলের জয়ই সবচেয়ে বড় কথা আর রবিবার তাঁর গোলের পরও বার্সেলোনা পয়েন্ট খুইয়েছে৷ ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা৷ তারপরও অবশ্য শীর্ষে থেকে লিগ শিরোপা জয়ের পথেই রয়েছে বার্সা৷ অন্যদিকে রেয়াল মাদ্রিদ আরো দূরে সরে গেছে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা থেকে৷ গ্রানাদার কাছে হেরে গেছে তাঁরা৷ হেরেছে রোনালডোর গোলে! খেলার ২২ মিনিটে কর্নার পেয়েছিল গ্রানাদা৷ উঁচু হয়ে আসা বলে হেড করে দলকে বিপদমুক্ত করতে চেয়েছিলেন রোনালডো৷ বল মাঠের বাইরে না গিয়ে চলে যায় নিজেদের জালে৷ দুর্ভাগ্য আর কাকে বলে!

Fußballer Lionel Messi
মেসির এ আনন্দ আর থাকে নি দল ড্র করায়ছবি: picture-alliance/dpa

ইংলিশ প্রিমিয়ার লিগে দিনটি ছিল রোনালডোর সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেড আর বালোতেল্লি যেই ক্লাব ছেড়ে এবারই এসি মিলানে যোগ দিলেন সেই ম্যানচেস্টার সিটির৷ ফুলহ্যামের সঙ্গে ড্র করতে বসেছিল ম্যানইউ৷ ৭৯ মিনিটে ওয়েইন রুনির দুর্দান্ত এক গোল জয় এনে দেয়, সেই সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে যায় ম্যান ইউ৷

গত বছর একরকম রুনিদের মুখের খাবার কেড়ে নেবার  মতো করেই প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি৷ রবিবার লিভারপুলের সঙ্গে হারতে হারতে ড্র করেছে তাঁরা৷ ভীষণ দুরূহ কোণ থেকে দারুণ এক শটে আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো গোল করায় ম্যাচ শেষ হয় ২-২ গোলে৷

Christiano Ronaldo
গোল করে রেয়ালকে জেতান – তবে এবার উল্টে হারালেন রোনাল্ডোছবি: DPA

তবে ইউরোপের আর যেখানে যত ম্যাচ হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে অবাক করা পারফরম্যান্স ছিল মারিও বালোতেল্লির৷

মেজাজ এবং অদ্ভুতুড়ে সব কাণ্ডের জন্য আলোচিত এই স্ট্রাইকার তাঁর ছেলেবেলার স্বপ্নের দল এসি মিলানে যোগ দিয়েছেন তিন দিন আগে৷ রবিবার উদিনেসের বিপক্ষে তাঁর খেলার কথা ছিল না৷ কিন্তু ভাগ্যে থাকলে ঠেকায় কে! জিয়ামপাওলো পাজ্জিনি চোট পাওয়ায়  শেষ মূহূর্তের সিদ্ধান্তে মাঠে নামেন বালোতেল্লি৷ নেমেই দু দুটি গোল! ফলে উদিনেসেকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে গেছে এসি মিলান৷ এমন দুর্দান্ত খেলেছেন যে মাথাটা একটু ঠাণ্ডা রাখতে পারলে হ্যাটট্রিক হয়েই যেতো বালোতেল্লির৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য