বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায়- ম্যার্কেল | পাঠক ভাবনা | DW | 24.08.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায়- ম্যার্কেল

এই প্রজন্ম অনুষ্ঠানে কোলন চিড়িয়াখানায় ছোটদের একটি রাত কাটনোর অভিনব পরিকল্পনা, চীনে একাধিক সন্তান ...

গ্রহণে আগ্রহ এবং যথারীতি গানের ভূবন দিয়ে সাজানো পরিবেশনা শুনে মুগ্ধ হলাম৷

বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান জ্ঞান-বিজ্ঞানে সোয়াইন ফ্লু সম্পর্কে প্রতিবেদন

এবং ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে ডাক্তার অঞ্জন দের সাক্ষাতকার শুনে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেল৷ অনুষ্ঠানে বাকি দুটি বিষয় সুইডেনে অনুষ্ঠিত বিশ্ব জল সপ্তাহ ও দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান কোরিয়ান এডভান্স ইন্টটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী নিয়ে আলোকপাত ভালো লাগলো৷

আন্তর্জাতিক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার সাবেক নেতা Kim Dae Jong

এর শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন নিয়ে পরিবেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা রইলো৷

কিছুদিন ধরে রাতের অনুষ্ঠানের রিসেপসনের মানের বেশ অবনতি লক্ষ্য করছি৷ তবে সকালের অনুষ্ঠানের রিসেপসনের মান অপেক্ষাকৃত ভালো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

আজ সকালের অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে হামাস ফাতাহ বন্দি বিনিময় নিয়ে প্রতিবেদন ভালো লেগেছে ৷ আনিসুর রহমান, নওয়াবেকী, সাতক্ষীরা, বাংলাদেশ৷

২২আগষ্ট তারিখে প্রচারিত মেইলবক্সে আপনাদের বনভোজন নিয়ে আলাপন খুব ভালো লেগেছে৷ এ কথা শুনে আমারাও উৎসাহিত হয়ে ২৩ আগষ্ট মনোরম পরিবেশে এক নির্জন বনে বনভোজনের আয়োজন করি৷ আমরা খুবই আনন্দ করেছি৷ রাজীব কুমার, হাশিমপুর, নাটোর, বাংলাদেশ৷

এই সপ্তাহের ফিচার পর্ব এই প্রজন্মে জানতে পারলাম একশ ইউরোর বিনিময়ে নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে কোলন চিড়িয়াখানায় এক রাত কাটানোর সুযোগ পেয়েছে ৭ থেকে ১২ বছর বয়সী ২০ জন স্কুলের ছাত্র-ছাত্রী৷ লুসিয়া শ্রোডারের কাছ থেকে জানতে পারলাম তারা কেন এই ক্যাম্পিংয়ের আয়োজন করেছেন কিংবা এর উদ্দেশ্য কি ? শিশুদের সঙ্গে এই চিড়িয়াখানার, পশু পাখিদের মধ্যে একটি যোগসূত্র ঘটিয়ে দেয়া, প্রকৃতির সঙ্গেও পরিচিত হওয়া, নিজেরাই কিছু আবিষ্কার করা, পরিবেশ রক্ষায় তাদের সচেতন করা এবং এক সময় এসব শিশুর প্রকৃতিকে রক্ষার কাজে এগিয়ে আনার লক্ষ্যে একশ ইউরোর বিনিময়ে এক রাত চিড়িয়াখানায় কাটানোর যে ব্যবস্থা করে দিয়েছেন চিড়িয়াখানায় ক্যাম্পিংয়ের মূল উদ্যোক্তা তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ৷ কারণ শুধু আমরা নই শিশুরাও প্রকৃতি থেকে ৭০ ভাগ শিক্ষা গ্রহণ করে থাকে৷ কোলন চিড়িয়াখানা ও প্রকৃতি নিয়ে এটি ছিলো একটি অসাধারণ পরিবেশনা৷

রাতের অধিবেশনে বিশ্বসংবাদে শুনলাম আফগানিস্তানের নির্বাচনে ভোট দেয়ার অপরাধে কান্দাহারে দুই মহিলা ভোটারের কালিমাখা আঙ্গুল কেটে দিয়েছে তালেবান জঙ্গিরা৷ আমরা এই জগণ্য অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি৷

সবশেষে শুনলাম সাপ্তাহিক ফিচার মেলবক্স৷ খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটি৷ আমাদের ই-মেইলের জবাব দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ৷ আসলে আমরা ঐ অর্থে বলিনি যে আমাদের ই-মেইলের একেবারেই জবাব দেওয়া হচ্ছেনা৷ আমরা আসলে বলতে চেয়েছি যে বাংলাদেশের এখনো বেশির ভাগ শ্রোতা শুধু রেডিও শোনেন তাদের কাছে ইন্টারনেটের ব্যবস্থা নেই৷ তারা রেডিওতে বিভিন্ন শ্রোতার নাম শুনছেন তারা মনে করছেন শুধু ওরাই মতামত পাঠাচ্ছেন বা চিঠি লিখছেন আর কেউ নয়! অথচ প্রতিদিন যে প্রতিদিনের তরতাজা অনুষ্ঠানের মতামত পাঠানোর পর সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে সেটি যারা ইন্টারনেট ব্যবহার করেননা বা সুযোগ নেই তারা তা জানতে পারছেন না, দেখতেও পারছেন না৷ ফলে আমরাও যে প্রতিদিন ই-মেইলে ডয়চে ভেলেতে মতামত পাঠাচ্ছি এবং আমাদের মতামত ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে তা অন্যরা জানতে পারছেনা৷ অনেকের ধারণা আমরা হয়ত ডয়চে ভেলের কাছ থেকে দূরে সরে গেছি! তাই আপনাদের কাছে অনুরোধ মাসে অন্তত একবার হলেও মেলবক্সে আমাদের ক্লাবের একটি ই-মেইলের জবাব দেবেন৷

গতকাল এ সপ্তাহের ফিচার পর্ব সেতুবন্ধে শুনলাম ইরানের প্রাক্তন উপরাষ্ট্রপতি, ধর্মীয় নেতা মোহাম্মেদ আলি আবতাহি তেহরানে আন্তঃধর্মীয় সংলাপের লক্ষ্যে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং তার এই প্রতিষ্ঠানের বিভিন্ন সেমিনারে ইসলাম, খৃষ্ট, ইহুদি ও অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষেরা অংশ গ্রহণ করে থাকেন৷ তিনি ইরানের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থী মেহদি কারুবির উপদেষ্টা হিসাবে কাজ করেছেন এবং গত ১২ই জুন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিরাট বিজয়কে নির্বাচনী প্রতারণা বলে সমালোচনা করায় গ্রেফতারও হয়েছেন বলে জানতে পারলাম৷

ডয়চে ভেলের ওয়েবসাইটের একটি পোস্টে দেখলাম বিজনেজ ম্যাগাজিন ফোর্বস কর্তৃক ব্যক্তিগত ক্যারিয়ার, অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা এবং গণমাধ্যমে পারফরমেন্স বিবেচনায় ২০০৯ সালের নির্বাচিত বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যার মধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসাবে নির্বাচিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ যিনি সবকিছু বিবেচনা করে টানা চার বারের মতো বিশ্বের ক্ষমতাবান নারীদের তালিকায় জায়গা করে নিলেন৷ আমরা তাঁর এই অর্জনে সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, মিরপুর, ঢাকা, বাংলাদেশ