1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সবচেয়ে অদ্ভুত বাদ্যযন্ত্র থেরেমিন?

৮ এপ্রিল ২০২২

থেরেমিন - এটা এমন এক বাদ্যযন্ত্র, যেটা বাজাতে সেটা ধরতে হয় না৷ অনেকে এর নাম না জানলেও এর কাজের সঙ্গে সিনেমাপ্রেমীদের অবশ্যই পরিচয় আছে৷ বিশেষ করে আপনি সায়েন্স ফিকশন কিংবা হরর মুভির ফ্যান হলেতো কথাই নেই৷

https://p.dw.com/p/49e5t
জার্মানির কোলনে বারবারা বুকহলৎসের অনুষ্ঠান৷ ২০০৯ সালের ছবি৷
জার্মানির কোলনে বারবারা বুকহলৎসের অনুষ্ঠান৷ ২০০৯ সালের ছবি৷ছবি: Stefan Menne/Getty Images

থেরেমিন তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, যেটা শরীরের নড়াচড়া দ্বারা প্রভাবিত হয়৷

রাশিয়ার পদার্থবিদ লিয়েন থেরেমিন ১৯২০ সালে এই বাদ্যযন্ত্র আবিষ্কার করেন৷ অনেক শিল্পী ও ব্যান্ড এটা বাজিয়েছে৷ যেমন বিচ বয়েজ, লেড জ্যাপলিন, টম ওয়েইটস ও জন-মিশেল জার৷

বিশ্বের অন্যতম সেরা থেরেমিন বাদক জার্মানির ক্যারোলিনা আইক৷ তিনি জানান, ‘‘প্রথম যখন থেরেমিন আসলো তখন মানুষ ভিব্রাটো অর্থাৎ গলায় দ্রুত কম্পন তৈরির মাধ্যমে সেটা বাজাত৷ বেহালা ও অন্য বাদ্যযন্ত্রও ব্যবহার করত৷''

হাতে না ধরে বাজানো যায় এই যন্ত্র!

সাত বছর বয়সে প্রথম থেরেমিন পান ক্যারোলিনা৷ উদ্ভাবকের ভাতিজির মেয়েসহ অনেকের কাছে তিনি এটা বাজানো শিখেছেন৷

১৬ বছর বয়সে তিনি থেরেমিন বাজানোর নতুন এক উপায় বের করেন৷ সেটা এখন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে৷ এই কৌশলের কারণে আরও নিখুঁতভাবে থেরেমিন বাজানো সম্ভব হয়৷ নড়াচড়া যত অল্পই হোক না কেন, থেরেমিন সেটা ধরতে পারে৷

থেরেমিন: প্রথম দিককার ইলেক্ট্রনিক বাদ্যযন্ত্র হওয়া সত্ত্বেও এবং শতবছর আগে উদ্ভাবিত হলেও এখনও এর শব্দ ভবিষ্যৎমুখী শোনায়৷

ইয়েন্স ফন লার্খার/জেডএইচ