1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের প্রথম সুড়ঙ্গ খেত

৫ সেপ্টেম্বর ২০১৮

দক্ষিণ কোরিয়ার ওকাচানে পুরনো একটি সুড়ঙ্গে খেত করা হয়েছে, যেখানে মাটি ও সূর্যের আলো ছাড়াই ফল ও সবজি চাষ করা হয়৷ এই ক্ষেতের আয়তন ২৫ হাজার বর্গফুট৷ পলিস্টিরিন ফোমের খাড়া পাত্রে লাগানো হয় গাছ, সেগুলো বেড়ে ওঠার জন্য পুষ্টি পায় খনিজ উপাদান মিশ্রিত দ্রবণ থেকে৷ সূর্যের আলোর প্রয়োজন মেটানো হয় নিওন-পিঙ্ক এলইডি দিয়ে৷

https://p.dw.com/p/34Maq