1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বব্যাপী সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়া?

১৬ মে ২০১৭

সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষকরা বলছেন, তাঁরা এমন কিছু প্রমাণ পেয়েছেন যা দিয়ে ওয়ানাক্রাই সাইবার হামলার সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা প্রমাণ করা যেতে পারে৷

https://p.dw.com/p/2d2HG
Symbolbild Hacker Smartphone Computer
ছবি: picture-alliance/dpa

সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষকরা বলছেন, তাঁরা এমন কিছু প্রমাণ পেয়েছেন যা দিয়ে ওয়ানাক্রাই সাইবার হামলার সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা প্রমাণ করা যেতে পারে৷

দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট সিকিউরিটি বিষয়ক প্রতিষ্ঠান হাউরি ল্যাবস-এর গবেষক সিমন চৈ বলছেন, যে কোড ব্যবহার করে বিশ্বব্যাপী সাইবার হামলা চালানো হয়েছে, তার সঙ্গে অতীতে যেসব হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা হয়, তার কিছু মিল পাওয়া গেছে৷ তিনি বলেন, সিম্যানটেক ও ক্যাসপারস্কি ল্যাবের তথ্যের সঙ্গে তাঁদের গবেষণা তথ্যের মিল পাওয়া গেছে৷ সিম্যানটেক ও ক্যাসপারস্কি সোমবার জানায়, ওয়ানাক্রাইতে ব্যবহৃত কোডের সঙ্গে লাজারাস হ্যাকার গ্রুপের ব্যবহার করা কোডের মিল রয়েছে৷ এই গ্রুপটি উত্তর কোরিয়ার বলে অনেক গবেষক মনে করেন৷

তবে সিম্যানটেক ও ক্যাসপারস্কি বলেছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কোরিয়াই ওয়ানাক্রাইয়ের জন্য দায়ী কিনা তা বলার সময় এখনও আসেনি৷ তাদের প্রমাণ টুইটারে প্রকাশ করেছেন গুগলের নিরাপত্তা বিষয়ক গবেষক নীল মেহতা৷

বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার অর্থচুরি ও ২০১৪ সালে সনি পিকচার্সের উপর সাইবার হামলার জন্য অনেক গবেষক লাজারাসকে দায়ী করেন৷

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের সিকিউরিটি গবেষকরাও সাম্প্রতিক সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট থাকার সম্ভাব্যতা বিষয়ে আভাস পেয়েছেন৷ তবে এখনও কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি৷

উল্লেখ্য, শুক্রবার দিনের শেষে শুরু হয়ে সপ্তাহান্তে বিশ্বের প্রায় দেড়শটি দেশে সাইবার হামলা হয়৷ সোমবারও কিছু কম্পিউটার আক্রান্ত হয়েছে৷

অর্থ আয়ের উৎস?

দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট সিকিউরিটি বিষয়ক প্রতিষ্ঠান হাউরি ল্যাবস-এর গবেষক সিমন চৈ উত্তর কোরিয়ার হ্যাকিং দক্ষতা নিয়ে গবেষণা করছেন৷ দক্ষিণ কোরিয়ার পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শক হিসেবেও কাজ করেন তিনি৷ চৈ বলেন, উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকায় বিদেশি মুদ্রা আয়ের পথ হিসেবে গত কয়েকবছর ধরে সাইবার হামলা চালাচ্ছে দেশটি৷ গতবছর তিনি উত্তর কোরিয়ার একজন হ্যাকারের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে সমর্থ হয়েছিলেন বলে জানান৷ ঐ হ্যাকার তখন জানিয়েছিলেন, উত্তর কোরিয়া ব়্যানসমওয়্যার হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে৷ তিনি উত্তর কোরিয়ার একটি অভিজাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত এবং দক্ষিণ কোরিয়ায় চালানো কয়েকটি সাইবার হামলার জন্য তিনি ও তাঁর সহকর্মীরা দায়ী বলে জানান গবেষক চই৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান