1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২৫

২২ নভেম্বর ২০২১

গোপালগঞ্জে ছাত্রীদের ‘উত্যক্ত' করার অভিযোগে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত৷

https://p.dw.com/p/43K2a
প্রতীকী ছবিছবি: bdnews24.com

পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এছাড়া সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিইনয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক মো. নেছারুল হক, সময় টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্স এস এম আমির হামজাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মনিরুল ইসলাম জানান, রোববার রাত ৯টার পর থেকে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং মেডিকেল কলেজের বিভিন্ন ভবনের কাচ ভাঙচুর করা হয়৷

তিনি বলেন,‘‘সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়৷ পরে রাত পৌনে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷''

তার প্রতিষ্ঠানের ছাত্রীদের ‘উত্ত্যক্ত করার ঘটনাকে' কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় জানিয়ে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বিডিনিউজকে

বলেন, ‘‘মেডিকেল কলেজের মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে৷ মাঠের পাশ দিয়ে মেডিকেলের ছাত্রীরা গেলে তাদের উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা মন্তব্য করে৷যে কারণে তাদের ওই মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করেছিল মেডিকেলের শিক্ষার্থীরা ৷এটা নিয়ে বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় ৷''

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন ৷

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমাদের মাঠে খেলতে দেবে না বলেই এ ঘটনা সাজানো হয়েছে৷''

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ থানার ওসি জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য