1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিলীয় গাফিলতিতে চিন্তিত ফিফা

২৫ জুন ২০১১

বিশ্বকাপের জন্য ব্রাজিল ঠিক কতটা প্রস্তুত? যদিও মাঝে সময় রয়েছে, তবু প্রস্তুতির ক্ষেত্রে তাদের কাজের গতিতে মোটেই সন্তুষ্ট নয় ফিফা৷ সাও পাওলোর একটি স্টেডিয়াম নিয়েই চিন্তা বেশি৷

https://p.dw.com/p/11jG8
epa02241623 Official emblem for the Road to Brazil 2014 Soccer World Cup projected at the Sandton Convention Centre in Johannesburg, South Africa, 08 July 2010. EPA/SRDJAN SUKI Verwendung nur in Deutschland, usage Germany only
ছবি: picture-alliance/dpa

সমস্যাটা কোথায় এবং কেমন?

ব্রাজিলের কাজের অগ্রগতি দেখে শুক্রবার বেশ অসন্তুষ্টিই প্রকাশ করলেন ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ফালকে৷ ২০১৪ সালে ব্রাজিলে বসতে চলেছে পরবর্তী বিশ্বকাপের আসর৷ ফালকের মতে, ব্রাজিল তাদের প্রস্তাবিত কর্মসূচি থেকে বেশ পিছিয়ে রয়েছে৷ কাজ এগোচ্ছে না প্রত্যাশিত মাত্রায়৷ রাজধানী সাও পাওলোতে একটি বড়মাপের স্টেডিয়াম তৈরির জন্য যে গতিতে কাজ হওয়ার কথা তার কিছুই হচ্ছে না, বলেছেন জেরোমে৷ বিমানবন্দর, বিমানবন্দর থেকে খেলার মাঠে যাওয়ার পথ বা জাতীয় স্তরে যোগাযোগের জন্য পরিকাঠামো, কোনটাই ঠিকমত এগোচ্ছে না৷

সাও পাওলোর স্টেডিয়ামের মেরামতি

স্টেডিয়াম রয়েছে ঠিকই, কিন্তু, সেটাকে আন্তর্জাতিক মানে তুলে নেওয়ার কাজ নিয়েই যত বিপত্তি৷ সেই কাজটাতেই ঢিলেমি দেখা যাচ্ছে ব্রাজিলের তরফে৷ বিশ্বকাপের আসর বসার আগে ২০১৩ সালে কনফেডারেশনস কাপের জন্য এই মাঠের দরকার৷ কারণ, যে কোন বিশ্বকাপের আগে সেটি হচ্ছে যাকে বলে ড্রেস রিহার্সালের মত ব্যাপার৷ কিন্তু সে কাজ কতটা কী হবে বা হতে পারবে, তা নিয়ে সন্দিহান ফিফার সাধারণ সম্পাদক নিজেই৷ সাও পাওলোর যে স্টেডিয়ামে প্রধান খেলা হওয়ার কথা, সেটি রক্ষণাবেক্ষণের অভাবে আপাতত বন্ধ রয়েছে৷ তার মেরামতির কাজ তো বটেই, সেইসঙ্গে যোগাযোগের জন্য সড়ক বা অন্যকিছুর কাজই প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না বলেই চিন্তিত ফিফা৷

ফালকে কথা বললেন মস্কোয়

২০১৪ সালের বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে৷ তারপরে ২০১৮-র বিশ্বকাপ হবে রাশিয়ায়৷ মস্কোয় সে বিষয়েই এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ফিফার সাধারণ সম্পাদক ব্রাজিল নিয়ে তাঁর উদ্বেগ ব্যক্ত করেছেন৷ দেখা যাচ্ছে, পাঁচবার বিশ্বকাপ জিতে ব্রাজিল প্রমাণ করে রেখেছে যে ফুটবল খেলায় তারা অন্যদের তুলনায় বেশ এগিয়ে৷ কিন্তু, সেই খেলার ব্যবস্থাপনায় তাদের ঢিলেমি অন্য যেকোন দেশের অনুপাতে অনেক বেশি৷ তবে ফিফার আশা, নিজেদের গাফিলতি কাটিয়ে উঠে ব্রাজিল নিশ্চয়ই দ্রুত কাজে হাত দেবে৷ তা নাহলে বিশ্বকাপের পরবর্তী আসরে অনেক বেশি সমস্যায় পড়তে হবে তাদের এবং সেইসঙ্গে এই বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফাকেও৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য