1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে হারের বদলা জয়পুরে নিল ভারত

১৮ নভেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে হেরে গিয়েছিল ভারত। বুধবার জয়পুরে সেই হারের বদলা নিলেন রোহিত শর্মারা।

https://p.dw.com/p/438Nq
দ্রাবিড়ের কোচিংয়ে প্রথম ম্যাচেই জয় পবেল ভারত। ছবি: Reuters

নতুন ক্যাপ্টেন, নতুন কোচ, দলে প্রচুর নতুন ক্রিকেটার। জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে নতুন লাগছিল। বিরাট কোহলি নেই। বুমরা, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেয়া হয়েছে। নেই ইশান কিশানও। তাদের জায়গায় দলে মহম্মদ সিরাজ, দীপক চাহার, অক্ষর প্যাটেল, শ্রেয়স, ভেঙ্কটেশরা। 

ঘরের মাঠে ভারত বরাবরই বাঘ। তবে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর জুটির বদলে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় জুটির প্রথম ম্যাচ দেখার জন্য উন্মুখ ছিল পুরো দেশ। প্রথম ম্যাচে ভারত জয় পেয়েছে ঠিকই, কিন্তু সহজ ম্যাচকে কঠিন করে দিয়ে। প্রথম খেলায় টিম ইন্ডিয়াকে দেখে মনে হয়েছে, দ্রাবিড় ইতিমধ্যে একটা কাজ করেছেন, সেটা হলো, ক্রিকেটারদের চাপমুক্ত করেছেন। তারা তাদের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছেন। কঠিন সময়েও ঘাবড়ে যাননি।

প্রথম ব্যাট করে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও মার্ক চ্যাপম্যান যখন দাপটে ব্যাট করছেন, তখনো বিভ্রান্ত হননি রোহিতরা। রবিচন্দ্রন অশ্বিন এক ওভারে চ্যাপম্যান ও ফিলিপসকে আউট করে দেন। দুইটি বলই অসাধারণ ছিল। এই অশ্বিনকেই বিশ্বকাপের প্রথম দুইটি গ্রুপ ম্যাচে দলে রাখেননি শাস্ত্রী-কোহলিরা। চাহার ও সিরাজ একটি করে এবং ভূবনেশ্বর কুমার দুইটি উইকেট নেন। নিউজিল্যান্ড ১৬৪ রান তোলে।

 Rohit Sharma Cricket
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়পুরে ৪৮ রান করলেন রোহিত শর্মা। ছবি: Getty Images/D. Sarkar

অধিনায়ক রোহিত মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। তিনি ও সূর্যকুমার যাদব ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। ৪০ বলে ৬২ রান করেন সূর্যকুমার। রোহিত যখন আউট হন, তখন রান ছিল ১০৯। বোল্টের বলে সূর্যকুমার যখন আউট হন, তখন ১৭ ওভাবে ভারতের রান ১৪৪। তিন ওভারে ২১ রান তুলতে হবে। এই অবস্থায় ১৮তম ওভারে ওঠে মাত্র পাঁচ রান। ১৯তম ওভারে শেষ বলে আউট হন শ্রেয়স আইয়ার। শেষ ওভারে দুইটি ওয়াইড দেন মিশেল। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে যান দ্বিতীয় বলে। চতুর্থ বলে ঋষভ পন্থ চার মেরে দলকে জেতান। তার আগে সমর্থকদের উত্তেজনা চরমে উঠেছিল।

প্রথম ম্যাচে সফল রাহুল দ্রাবিড়। সবে দলের দায়িত্ব নিয়েছেন তিনি। গত কয়েকদিন টিমকে নিয়ে প্রচুর খেটেছেন। ক্রিকেটারদের ভরসা দিয়েছেন। চাপ কমিয়েছেন। নতুন ছেলেদের সুযোগ দিয়েছেন। এটাও জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি, একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ম্যাচে যতটা সম্ভব আলাদা ক্রিকেটাররা খেলবেন। রোটেশনও চালু হবে। ফলে ভারতীয় ক্রিকেটে রাহুল অন্য হাওয়া এনেছেন।

জিএইচ/এসজি (স্টার স্পোর্টস)