বিশ্বকাপ কুইজ: চতুর্থ দফার ফলাফল | পাঠক ভাবনা | DW | 16.08.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্বকাপ কুইজ

বিশ্বকাপ কুইজ: চতুর্থ দফার ফলাফল

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ডয়চে ভেলের বাংলা বিভাগ একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল৷ দীর্ঘ ছয় সপ্তাহ ধরে চলা কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিদিন একজন করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে৷

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ডয়চে ভেলের বাংলা বিভাগ একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল৷ দীর্ঘ ছয় সপ্তাহ ধরে চলা কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিদিন একজন করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে৷

সব বিজয়ীর নাম একসাথে প্রকাশ করা সম্ভব নয়৷ তাই ধাপে ধাপে প্রতি সপ্তাহে কয়েকজন করে বিজয়ীর নাম প্রকাশ করা হচ্ছে৷  আজ থাকছে মোট ১০ জন বিজয়ী বন্ধুর নাম৷

চতুর্থ দফায় যে ১০ জন বিজয়ী হয়েছেন, তাঁরা হলেন-

মো.রানা সোনালি স্টুডিও, কালিতলা মোড়, নওগাঁ ৬৫০০, বাংলাদেশ

সৌরভ উদ্দিন, উপজেলাঃ ছাগনাইয়া, জেলাঃ ফেনী, বাংলাদেশ

মানিক মাহমুদ, ইঞ্জিনিয়ারিং বিভাগ, এসকেএফ ফার্মাসিটিক্যালস লিঃ, পাড়াগাঁ, ভুলতা-১৪৬২, রূপগঞ্জ, নারায়নগঞ্জ, বাংলাদেশ

ডা.উত্তম কুমার মিশ্র, প্রাইম ইন্টারন্যাশনাল স্কুল, চরপ্রসন্নদী উত্তর পাড়, মকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশ

তারিফ হাসান, মাগুরা, ফুলের ঘাট, কিশোরগঞ্জ, নীলফামারী, বাংলাদেশ

এমদাদুল হক মিলন, গ্রামঃহালিউড়া, পোঃ কিসমত বনগ্রাম থানাঃ নান্দাইল, জেলা ময়মনসিংহ, বাংলাদেশ

মো.গিয়াসউদ্দিন রিপন, ইনডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব, জগন্নাথদী মোল্লা বাড়ি,মধুখালী, ফরিদপুর, বাংলাদেশ

মৃদুল বেরা, রঘুনাথপুর, ওল্ডসেটলেমেন্ট, ঝাড়গ্রাম-৭২১৫০৭, পশ্চিমবঙ্গ, ভারত

রাহি খান, আরলি, রাজনগর, বীরভূম- ৭৩১১৩০,পশ্চিমবঙ্গ, ভারত

মিসেস মর্জিনা, নওপাড়া, শিমুলিয়া, ভায়া -ভবতা, মুর্শিদাবাদ ৭৪২১৩৪, পশ্চিমবঙ্গ, ভারত

বিজয়ী বন্ধুদের আন্তরিক অভিনন্দন!  আপনাদের সবার জন্যই রয়েছে আকর্ষণীয় পুরস্কার৷ পুরস্কারগুলো হাতে পেতে কিন্তু একটু ধৈর্য্য ধরতে হবে৷ আর আজকের বিজয়ী তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা মন খারাপ করবেন না৷ আগামীতে থাকবে আরো অনেকের নাম, অনেক পুরস্কার! আর হ্যাঁ, কুইজে অংশ নেয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

বন্ধুদের সকলের জন্য রইলো আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা৷ ভালো থাকবেন আর অবশ্যই ডয়চে ভেলের সাথে থাকবেন৷

ডয়চে ভেলের বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন