1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব ব্যাঙ্ক ও আইএমএফ বৈঠক সমাপ্ত

৮ অক্টোবর ২০০৯

তুরস্কের রাজধানী ইস্তানবুলে বিশ্ব ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল - আইএমএফ এর বার্ষিক বৈঠক শেষ হয়েছে৷ বৈঠকে মূলত বিশ্ব মন্দা পরিস্থিতি এবং এই মন্দা থেকে পুনরুদ্ধারের কৌশল নিয়ে আলোচনা করেছেন ১৮৬টি দেশের প্রতিনিধিরা৷

https://p.dw.com/p/K1hw
ইস্তানবুলে আইএমএফ বৈঠকছবি: picture-alliance/ dpa

বৈঠকে সদস্য দেশসমূহকে বিশ্ব মন্দা থেকে পুনরুদ্ধারে অর্থনৈতিক সংস্কারের জন্য আহ্বান জানানো হয়েছে৷ দুই দিনব্যাপী এই বৈঠকের সমাপনী অধিবেশনের সভাপতি এনগুয়েন ভান গিয়াউ বলেন, আমরা এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছি যে, বিশ্ব ব্যাঙ্ক এবং তহবিল অর্থাৎ আইএমএফ এর সাথে সদস্য দেশসমূহ পরস্পরের মধ্যে আস্থা বাড়ানো এবং বিদ্যমান অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার জন্য দীর্ঘমেয়াদী সহযোগিতা অব্যাহত রাখবে৷ এছাড়া এই দু'টি অর্থনৈতিক প্রতিষ্ঠান নিজেদের আরো আধুনিকীকরণ করবে বলেও জানিয়েছেন তিনি৷ ১৯৪৪ সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত সম্মেলনের দিকে ইঙ্গিত করে গিয়াউ বলেন, সদস্য দেশসমূহের ব্যাঙ্ক গভর্নররা জোর দিয়েছেন যে, ব্রেটন উডস ইন্সটিটিউশনস'কে কার্যকর করতে হলে, এটির অবশ্যই আধুনিকীকরণ করতে হবে৷

বিশেষজ্ঞদের অভিমত

এছাড়া, বিশ্বের শীর্ষ অর্থনৈতিক প্রতিষ্ঠান দু'টির নীতি-নির্ধারণে উন্নয়নশীল এবং উন্নতিকামী দেশসমূহকে আরো সম্পৃক্ত করার ব্যাপারে ঐকমত্য হয় ইস্তানবুল বৈঠকে৷ নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ বলেছেন, এই সংকটের মুহূর্তে বেশ ইতিবাচক সাড়া মিলেছে এবং এটা গঠনমূলক৷ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বেরি আইশেনগ্রিন বলেছেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার ফলে অল্প যে ক'টি খাত লাভবান হয়েছে সেগুলোর মধ্যে আইএমএফ একটি৷ কেননা মাত্র দুই বছর আগেও বিজ্ঞ ব্যক্তিরা আইএমএফ-এর অবমূল্যায়ন করেছে এবং এমনকি এটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে৷ কিন্তু এখন নতুন করে আইএমএফ-এর ঋণের দাবি উঠেছে৷ তবে বিশ্ব মন্দা মোকাবিলায় আইএমএফ-এর সামর্থ্য সম্পর্কে প্রশ্ন করা হলে ইকুয়েডরের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ডিয়েগো বোর্জা বলেন, 'আঙ্গুল দিয়ে কখনো সূর্যকে আড়াল করা যায় না৷'

Jahrestagung von IWF und Weltbank in Istanbul Flash-Galerie
ইস্তানবুল বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দছবি: AP

আইএমএফ বিরোধী বিক্ষোভ

এদিকে, বৈঠকস্থলের বাইরে ছাত্র, তুর্কি ইউনিয়নসমূহ ও বামপন্থি দলের কয়েক'শ সদস্য এবং দাঙ্গা-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে৷ পুলিশ কয়েকজনকে আটক করেছে৷ এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং সম্মেলনস্থলের কাছে একটি একটি ব্যাঙ্কে ভাঙচুর চালায়৷ আইএমএফ ২০০১ সালে তুরস্ককে গভীর অর্থনৈতিক সংকট থেকে উঠে আসতে সহায়তা করলেও তুর্কি ছাত্রদের মধ্যে সংস্থাটি নিয়ে বেশ বিরূপ মনোভাব বিদ্যমান৷ তুরস্ক ও আইএমফ সম্ভাব্য নতুন ঋণচুক্তি নিয়ে বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে৷ আগের ঋণচুক্তিটির মেয়াদ গতবছর শেষ হয়৷

উল্লেখ্য, সংস্থা দু'টির আগামী দু'টি বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে তাদের সদর দপ্তরে এবং ২০১২ সালের বৈঠকটি হবে মিশরে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়