1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব বিজয়ী ভারত, ক্রিকেট পরাশক্তি এশিয়া

৩ এপ্রিল ২০১১

আসল জায়গা আজ ক্রিকেটেরই৷ সর্বত্র৷ ভারতের অসামান্য বিশ্ব বিজয়ের কাহিনীর পাশাপাশি জায়গা পেয়েছে আসন্ন হরতাল নিয়ে দুই দলের কূটযুদ্ধের খবরও৷

https://p.dw.com/p/REty
বিজয়ী ভারত৷ সমর্থকদের উল্লাস৷ছবি: AP

ক্রিকেটে বিশ্ব বিজয় ভারতের

প্রতিটি সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের শীর্ষ শিরোনাম অবশ্যই ক্রিকেট এবং বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ পরিণতি৷ বিশ্ব বিজয়ী ভারতের কাহিনী, শ্রীলংকার দুরন্ত লড়াই আর ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির অসামান্য নেতৃত্বের কাহিনী৷ সেইসঙ্গে বিশ্ব ক্রিকেটের আঙিনায় লিটল মাস্টার শচীন রমেশ তেন্ডুলকরের ক্রিকেট ক্যারিয়ারের সর্বশেষ বিশ্বকাপে সাফল্যের খতিয়ান৷ ইত্তেফাকের শিরোনাম ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত’, বিডিবিউজ টোয়েন্টিফোরের বক্তব্য, দেড় মাসের মাঠের লড়াই শেষে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ভারত৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীরের ব্যাটিংয়ের ওপর ভর করে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা ৬ উইকেটে৷ তখনো হাতে ছিল ১০ বল৷ এবার নিয়ে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে নিয়ে গেল৷ এর আগে বিশ্বকাপ জেতে তারা ১৯৮৩ সালে লর্ডসে৷ আর টানা দু'বার রানার্স-আপ হলো শ্রীলঙ্কা৷ গতবার চূড়ান্ত খেলায় তারা হার মানে অস্ট্রেলিয়ার কাছে৷ কালের কন্ঠের স্মার্ট শিরোনাম, ‘বিশ্বকাপ ভারতেরই’৷ সেইসঙ্গে এই পত্রিকাটি তেন্ডুলকারকে নিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদনে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের গুণগান করেছে৷ বলা বাহুল্য, বাংলাদেশ, শ্রীলংকা আর ভারত, এবারের এই তিন আয়োজক দেশই ক্রিকেট বিশ্বকাপে যথেষ্ট প্রাধান্য দেখিয়েছে৷ ক্রিকেট বিশ্বের সামনে এই মুহূর্তে তাই এশিয়াই সবচেয়ে বড়মাপের পরাশক্তি৷

NO FLASH World Cup Cricket 2011 Finale Indien Sri Lanka
অবশেষে শচীনের হাতে বিশ্বকাপ উঠল শনিবারছবি: AP

৪ এপ্রিলের ধর্মঘট নিয়ে বিএনপি জামায়াত কূটযুদ্ধ

দৈনিক কালের কন্ঠ প্রতিদিনই একটি করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছে এই ধর্মঘটকে ঘিরে৷ তাদের আজকের প্রতিবেদন বলছে, মুফতি ফজলুল হক আমিনীর ডাকা ৪ এপ্রিলের হরতাল কর্মসূচি নিয়ে চারদলীয় ঐকজোটের প্রধান দুই শরিক বিএনপি ও জামায়াতে ইসলামীর ভেতরে এক রকমের কূটযুদ্ধ চলছে৷ জামায়াত গতকাল শনিবার পর্যন্ত হরতাল সমর্থন করে আনুষ্ঠানিক কোনো বিবৃত দেয়নি। গতকাল বিকেলে বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত মহাসচিব সংবাদ সম্মেলনে আমিনীর আন্দোলনের প্রতি পরোক্ষভাবে সমর্থন ব্যক্ত করেছেন৷ এর পরই জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ইসলামের পক্ষের যেকোনো আন্দোলনে তাঁদের সমর্থন রয়েছে; যদিও দলটির আরেক নেতা হামিদুর রহমান আযাদ গতকালই বিকেলে বলেন, হরতাল সমর্থন করার সিদ্ধান্ত জামায়াত এখনো নেয়নি৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম