1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশাখাপত্তনমের কারখানায় গ্যাস লিক, অসুস্থ ৫০

৩ আগস্ট ২০২২

অসুস্থরা সকলেই নারী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যামোনিয়া গ্যাস লিক করেছে বলে মনে করা হচ্ছে।

https://p.dw.com/p/4F2Zs
প্রতীকী চিত্র
ছবি: Getty Images/AFP

বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লি জেলায় ব্র্যানডিক্স স্পেশাল ইকোনমিক জোন আছে। সেখানে একাধিক কারখানা আছে। মঙ্গলবার রাতে সেখানেই গ্যাস লিকের ঘটনা ঘটে বলে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে। যার জেরে একটি পোশাক কারখানার ৫০ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। পিটিআই জানিয়েছে, অসুস্থ কর্মীরা প্রথমে বমি করতে শুরু করেন, পরে অচৈতন্য হয়ে যান। স্পেশাল ইকোনমিক জোনের ভিতরেই তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত জুন মাসেও ওই একই জায়গায় গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। তখনও শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। ঠিক কী কারণে এমন ঘটনা বার বার ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হায়দরাবাদ থেকে একটি বিশেষ তদন্তকারী দল বিশাখাপত্তনমে নিয়ে যাওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, অ্যামোনিয়া গ্যাস লিক করেই এই ঘটনা ঘটেছে। ওই জায়গাতেই একটি পরীক্ষাগার আছে। সেখান থেকেই বার বার গ্যাস লিক করছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো এবিষয়ে তদন্তকারীরা নিশ্চিত নয়। স্থানীয় প্রশাসন অবশ্য ইতিমধ্যেই ওই পরীক্ষাগারটি বন্ধ করার নির্দেশ দিয়েছে।

প্রশাসন জানিয়েছে, অসুস্থ কর্মীদের অবস্থা আপাতত স্থিতিশীল।

এসজি/জিএইচ (পিটিআই)