1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলাসবহুল কামরা থেকে আল্পস দর্শন

২৮ ডিসেম্বর ২০১৮

সুইজারল্যান্ডের অপরূপ আল্পস পর্বতের সৌন্দর্য দেখার সাধ কার না রয়েছে? পর্বতে ওঠার ক্ষমতা সবার না থাকলেও বিলাসবহুল কেবেল কারে চড়ে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করা সম্ভব৷

https://p.dw.com/p/3AiGK
Neue Matterhorn Seilbahn
ছবি: Zermatt Bergbahnen

ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে কেবেল কার থেকে সুইজারল্যান্ডের আল্পস পর্বতের অসাধারণ দৃশ্য দেখা যায়৷ কয়েকটি কেবিনের বাইরের দিকে ও চামড়ার তৈরি বসার সিটের উপর ক্রিস্টাল বসানো রয়েছে৷ কেবিন ১৭০ মিটার উচ্চতায় পৌঁছলে কেবিনের মেঝে স্বচ্ছ হয়ে গিয়ে নীচে হিমবাহের দৃশ্য ফুটিয়ে তোলে৷ বিশেষ এক ধরনের কাচ এমনটা সম্ভব করেছে৷ বিদ্যুতের সংস্পর্শে এলে সেটি স্বচ্ছ হয়ে ওঠে৷

‘ম্যাটারহর্ন গ্লেসিয়ার রাইড' ইউরোপের সবচেয়ে উঁচু ও সম্ভবত সবচেয়ে বিলাসবহুল কেবেল কার৷ স্যারমাটের রেল কোম্পানি তাতে ৪ কোটি ৫০ লক্ষেরও বেশি ইউরো বিনিয়োগ করেছে৷ স্যারমাট রেল কোম্পানির মারকুস হাসলার বলেন, ‘‘আমার মতে, এটা রেল যাত্রার মঞ্চায়নের মতো অভিজ্ঞতা৷ ক্রিস্টাল কেবিনের অনুভূতি৷ ইটালির পিনিনফারিনা কোম্পানির ডিজাইন৷ ভিতরে, বাইরে ক্রিস্টাল, কাচের মেঝে৷''

পাওলো পিনিনফারিনা নিজে এই কেবিন ডিজাইন করেছেন৷ ইটালির সম্ভ্রান্ত ডিজাইনার বংশের এই প্রতিনিধি এই প্রকল্পের মাধ্যমে মোবিলিটি বা পরিবহণের ক্ষেত্রে নতুন মানদণ্ড সৃষ্টি করতে চেয়েছিলেন৷ পাওলো বলেন, ‘‘লোকে বলে অসাধারণ৷ কারণ, এটা একেবারেই অপ্রত্যাশিত৷ আমার মতে, এমন উচ্চতায় বিলাসের মধ্যে থাকার অর্থ ডিজাইনের কোনো সীমা নেই৷''

কেবেল কার স্টেশনে স্পোর্টস কারের মতো কেবিন রাখার জন্যও বিশেষ গ্যারেজের প্রয়োজন হয়৷ উচ্চ মানের কাঠ ও কাচ দিয়ে স্যারমাট এলাকার স্থপতি হান্স সুয়রনিভেন অভিনব এই কেবিনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন৷ স্থপতি হিসেবে হান্স সুয়রনিভেন বলেন, ‘‘আমরা সবাই স্টেশন ভবনটিকে কারখানার মতো না সাজিয়ে আকর্ষণীয় করে তুলতে চেয়েছিলাম৷ ভবনে প্রবেশ করলে সেখান থেকেই যাত্রার সূচনার অনুভূতি দিতে চেয়েছিলাম৷''

এই  কেবেল কার পাহাড়সম্পর্কে পর্যটকদের সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা দেয়৷ তার মধ্যে উষ্ণ পরিবেশে থেকে হিমবাহ ও অসাধারণ আল্পস পর্বত দেখার অনুভূতি সত্যি অবাক করার মতো৷

‘ম্যাটারহর্ন গ্লেসিয়ার রাইড'-এর কামরায় একেবারে নতুন দৃষ্টিভঙ্গি থেকে ম্যাটারহর্ন পর্বত দেখা যায়৷এর আগে কখনো এত সহজে দুর্গম আল্পস পর্বত জয় করা সম্ভব হয়নি৷

গেরার্ড সনলাইটনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য