1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরক্ত বাঘের ভিডিও ভাইরাল!

১৬ নভেম্বর ২০১৮

ভারতের পান্ধারপাওনি উদ্যানে এক দল পর্যটকের আচরণে বিরক্ত এক বাঘ ও তার দুটি শাবকের ভিডিও এখন ভাইরাল৷ পর্যটকদের আচরনের সমালোচনাও করছে অনেকে৷

https://p.dw.com/p/38Ox1
Indien | Bengali Tiger
ছবি: Getty Images/AFP

ভারতের নাগপুর শহরের পান্ধারপাওনি উদ্যানে অনেকদিন ধরেই বাস করে ‘মায়া' নামের এই বাঘটি৷ তার দুটি শাবকও সেখানে থাকে৷

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায় সেই বাঘদের কিছু ভিডিও৷ এমনই একটি ভিডিও করার জন্য কিছু পর্যটক ‘মায়া' নামের একটি বাঘকে উত্যক্ত করলে সে পর্যটকের গাড়িকে ধাওয়া করে৷ এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

ভারতের ‘টাইমস অফ ইন্ডিয়া'র ফেসবুকে ভিডিওটি মঙ্গলবার আপলোড হবার পর থেকে তা তিন লক্ষেরও বেশিবার দেখা হয়েছে৷

এই কয়েকদিনের মধ্যেই ভিডিওটি শেয়ার করা হয়েছে ৬০০বার৷

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTimesofIndia%2Fvideos%2F2180376142221091%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

ভিডিওটি প্রকাশ হবার পর থেকে বিভিন্ন উদ্যানে পর্যটকেদের আচরণ নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা৷এর ফলে উদ্যানের কর্তৃপক্ষও সমালোচনার মুখোমুখি হচ্ছেন৷

এসএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য