1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানবন্দর নিয়ে মন্ত্রিসভায় আলোচনা – স্থান নিয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী

২ ফেব্রুয়ারি ২০১১

আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে৷ এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ কয়েক দাবিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি৷

https://p.dw.com/p/1091l
নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা নিয়ে মন্ত্রীসভা একমতছবি: picture alliance/dpa

বাংলাদেশের খাদ্যমন্ত্রী ডয়চে ভেলেকে জানিয়েছেন, বিমান বন্দরের প্রস্তাবিত জায়গা আড়িয়ল বিল নিয়ে কোন আলোচনা হয়নি৷ তিনি জানান, বিমান বন্দর হবে, তবে জায়গার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী৷

মন্ত্রিসভার বৈঠকে আজ আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন নিয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে৷ বৈঠকের শেষ দিকে এই আলোচনার সূত্রপাত করেন একজন মন্ত্রী ৷ খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, আলোচনায় আন্তর্জাতিক বিমান বন্দর স্থাপনের প্রয়োজনীয়তা উঠে আসে৷ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন৷

খাদ্যমন্ত্রী জানান, বৈঠকে আন্তর্জাতিক বিমান বন্দরের প্রস্তাবিত জায়গা আড়িয়ল বিল নিয়ে কোন আলোচনা হয়নি৷ বিমানবন্দর আড়িয়ল বিলেই হবে, না অন্য কোথাও – এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সে বিষয়টি প্রধানমন্ত্রীই জানাবেন৷

Sheikh Hasina
আড়িয়ল বিল নিয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রীছবি: DW

তবে মন্ত্রী পরিষদের বৈঠকের পর আজ আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন নিয়ে বৈঠকে কী আলোচনা হয়েছে তা তিনি জানেন না৷ আর আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ডয়চে ভেলেকে জানান, বিষয়টি নির্ধারিত আলোচ্য সূচীতে ছিলনা৷

এদিকে সোমবারের সহিংসতার ঘটনায় পুলিশের তল্লাশি এবং গ্রেফতার অভিযান অব্যাহত আছে৷ গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনকে আটক করেছে পুলিশ৷ মুন্সিগঞ্জের আড়িয়ল বিল এলাকা গ্রেফতার আতঙ্কে এখন পুরুষ শূন্য বলে জানা গেছে৷ তবে পুলিশ দাবি করছে, নিরীহ কোন গ্রামবাসীকে হয়রানি করছেনা তারা৷

আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত বাতিল এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচী পালন করছে বিএনপি৷ ঢাকার মুক্তাঙ্গনে বিকেলে প্রতিবাদ সমাবেশ করে তারা৷ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতার উপস্থিত ছিলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন