1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষক.কম

জাহিদুল হক১২ নভেম্বর ২০১২

উচ্চশিক্ষার বিভিন্ন জটিল বিষয় বাংলায় সহজ করে শেখাতে সম্প্রতি একটি ওয়েবসাইট চালু হয়েছে৷ মূলত প্রবাসী বাংলাদেশিরা এর মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন৷

https://p.dw.com/p/16h1a

ওয়েবসাইটের নাম শিক্ষক ডটকম৷ কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান নানান বিষয়ে বাংলায় লেকচার পাওয়া যায় ঐ সাইটে৷ যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাট বার্মিংহাম' এর কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান সাইটটি চালু করেছেন৷

কদিন আগে কথা হয় তাঁর সঙ্গে৷ প্রথমেই জানতে চাই, কেন তিনি এই উদ্যোগ নিলেন৷ রাগিব হাসান বললেন, ‘‘ভাষাগত সমস্যার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী উচ্চতর শিক্ষার বিভিন্ন বিষয়গুলো ঠিকভাবে বুঝতে পারে না৷ তাদের সেই সমস্যা দূর করতেই আমাদের এই উদ্যোগ৷''

Ragib Hasan
ছবি: privat

আগস্টের প্রথম দিন থেকে এই ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে৷ তবে পরিকল্পনা আরও বছর খানেক আগের৷ রাগিব হাসান বললেন, শিক্ষক ডটকমের আগে তিনি ‘যন্ত্রগণক' নামের আরেকটি ওয়েবসাইট শুরু করেছেন৷ সেখানে কম্পিউটার প্রকৌশল বিষয়ে বাংলায় লেকচার পাওয়া যায়৷

শিক্ষক ডটকমে এখন পর্যন্ত মোট বিশটি কোর্সের লেকচার পাওয়া যাচ্ছে৷ শুরুতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কোর্স চালু হলেও রাগিব হাসান বলছেন, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এখন তাদের জন্য কোর্স চালুর অনুরোধ জানাচ্ছে৷ বিশেষ করে গণিত, বিজ্ঞান এসব বিষয়ে৷ তাদের কথা মাথায় রেখে ভবিষ্যতে এ ধরণের কোর্স চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানালেন তিনি৷ এজন্য শিক্ষক খোঁজা হচ্ছে বলেও জানান রাগিব হাসান৷ তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য শিক্ষক পাওয়া গেলেও এখনো স্কুল, কলেজের শিক্ষকদের কাছ থেকে সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না৷ তিনি বলেন, ‘‘স্কুল, কলেজের শিক্ষকদের কাছ থেকে আরও বেশি সাড়া আশা করছি৷ আমার মনে হয় অচিরেই সেটা পাওয়া যাবে৷''

রাগিব হাসান বলেন, বর্তমানে চালু বিশটি কোর্স পড়াচ্ছেন প্রায় ২৫ জন শিক্ষক৷ এর মধ্যে দুজন আছেন যারা অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন৷ আর বাকিদের বেশিরভাগই দেশের বাইরে গবেষণা করছেন৷ বাংলাদেশে থেকেও কয়েকজন কয়েকটি কোর্স পড়াচ্ছেন বলে জানালেন তিনি৷ এছাড়া ‘বায়ো-বায়ো-ওয়ান' নামের একটি রিসার্চ ফাউন্ডেশনের গবেষকরা বায়োইনফরমেটিক্স এর উপর পড়াচ্ছেন৷

Week 46/12 LS1-Campus - MP3-Mono

রাগিব হাসান বলেন, শিক্ষক ডটকমের সব লেকচারই বিনামূল্যে শিক্ষার্থীরা পড়তে পারেন৷ কেননা শিক্ষকরা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন৷ তিনি বলেন, ‘‘বেশিরভাগ শিক্ষকই তাদের ব্যক্তিগত জীবনে অনেক ব্যস্ত থাকলেও শুধুমাত্র বাংলা ভাষার প্রতি ভালবাসা এবং শিক্ষার্থীদের জন্য কিছু করার তাগিদ থেকে তাঁরা অনেকটা সময় ব্যয় করে লেকচারগুলো তৈরি করছেন৷''

তিনি বলেন, বিশটি কোর্সের মধ্যে প্রায় ১৮টিতে টেক্সটের পাশাপাশি ভিডিও লেকচার রয়েছে৷ তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে বাংলাদেশে ইন্টারনেটের ধীর গতির কারণে এই সুবিধা সবাই উপভোগ করতে পারছেন না৷ তাই ভবিষ্যতের জন্য দুটো পরিকল্পনার কথা জানালেন রাগিব হাসান৷ ‘‘একটা হচ্ছে ভিডিওগুলো বাংলাদেশে স্থানীয়ভাবে কোনো নেটওয়ার্কে রেখে দেয়া৷ আর অন্যটি হলো, লেকচারগুলো সিডি বা ডিভিডি আকারে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া৷''

এই সাইটটি চালু হওয়ার পর রাগিব হাসান জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত এক শিক্ষার্থীর কাছ থেকে ইমেল পেয়েছেন৷ সেখানে তিনি বলেছেন, কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়া তাঁর একটা স্বপ্ন ছিল৷ কিন্তু দারিদ্র্যের কারণে কলেজের গন্ডিই তার পেরোনো হয়নি৷ তাই শিক্ষক ডটকম এর মাধ্যমে বিনামূল্যে কম্পিউটার বিজ্ঞানের বেসিক বিষয়গুলো শিখতে পেরে তিনি ভীষণ আনন্দিত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য