বিদ্রোহী বিডিআর সেনার ফোনালাপ শুনে আরো বেশি আতঙ্কিত ছিলাম | পাঠক ভাবনা | DW | 26.02.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিদ্রোহী বিডিআর সেনার ফোনালাপ শুনে আরো বেশি আতঙ্কিত ছিলাম

ঢাকায় বিডিআর জোয়ানদের বিদ্রোহের পর অস্ত্র সমর্পণ এবং সর্বশেষ পরিস্হিতি সম্পর্কে রিপোর্ট শুনে বিস্তারিত জানলাম, অসংখ্য ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

বুধবার বিডিআর সদর দপ্তরে গোলাগুলির সময় আতংকিত দুই শিক্ষার্থী৷

বুধবার বিডিআর সদর দপ্তরে গোলাগুলির সময় আতংকিত দুই শিক্ষার্থী৷

বাংলাদেশে সেনা বাহিনী এবং বিডিআর এর মধ্যেকার সংঘর্ষের নানা সংবাদ এবং ছবিতে ঠাসা আপনাদের ওয়েবসাইট৷ জানা গেলো অনেক অজানা তথ্য৷ এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ৷ সাইফুল ইসলাম, চাঁদনী বাজার, বগুড়া, বাংলাদেশ৷

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পর বিডিআরের অস্ত্র সমর্পণে আমরা আনন্দিত ৷ এছাড়া বাংলাদেশের বিডিআর বিদ্রোহের বিষয়ে ভারত সরকার এবং বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করায় ভারতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি৷ডয়চে ভেলেকে অভিনন্দন রেডিওর পাশাপাশি ইন্টারনেট আপডেট করার জন্য ৷ বিডিআর বিদ্রোহের প্রতিটি প্রতিবেদন, ফিচার, ছবি ভালো লেগেছে ৷ মাননীয় প্রধানমন্ত্রীর সম্পূর্ন ভাষণটি ওয়েবসাইটের অডিও ক্লিপে দিলে বেশি ভালো হতো ৷ আমরা তা ডাউনলোড করে ব্যক্তিগতভাবে সংরক্ষণে রাখতে পারতাম ৷ এখনো যেটুকু দেওয়া হয়েছে আমি তা ডাউনলোড করে রেখে দিয়েছি আমার কম্পিউটারে ৷ তাছলিমা আক্তার লিমা, সার্ক, বাসা- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

আমরা খুবই উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমান পরিস্হিতি নিয়ে৷ সন্ত্রাসবাদ কখনো সঠিক সমাধান দিতে পারেনা৷ এ বিষয়ে রিপোর্ট করার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ সালাউদ্দিন ডলার, চৌমুহনী, রাজশাহী, বাংলাদেশ৷

বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিলকে যে হত্যা করা হয়েছে এটা আমরা ধারণা করছিলাম৷ এখন আপনাদের ওয়েবসাইট দেখে নিশ্চিত হলাম৷ আপনারা যেভাবে বিডিআর বিষয়ে সর্বশেষ তথ্য দিয়ে যাচ্ছেন তার কোন তুলনা হয়না৷আপনারা এই ধারা বজায় রাখুন৷ শিগগিরই আবার লিখবো৷ সুব্রত সীট, কোয়ারপুর, বর্ধমান, ভারত৷

বাংলাদেশে গত দুই দিনে সংঘটিত বিডিআর গান ফায়ারের ওপর ছবিসহ প্রচুর নির্ভরযোগ্য আপডেট তথ্য দেখতে পেলাম৷ ডয়চে ভেলেকে অনেক অনেক ধন্যবাদ৷ প্রফেসর আশরাফুল ইসলাম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ৷

বিডিআর বিদ্রোহের ঘটনার বিষয়ে ডয়চে ভেলে তার অসাধারণ পরিবেশনার পাশাপাশি ওয়েবসাইটে এ সম্পর্কে সর্বশেষ তথ্য ও ছবি দিয়ে যেভাবে বিস্তারিত আপডেট আমাদের প্রদান করে চলেছে তা এক নির্ভরযোগ্য গণমাধ্যমে পরিণত হওয়ার এক অনুপম নিদর্শন৷ বাংলা বিভাগের ওয়েবসাইটে একের পর এক ব্রেকিং নিওজ যেভাবে আসছে তার জন্য কোন প্রসংশাই যথেষ্ট হতে পারেনা৷ আজ রাতের পুরোটা সময় ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে চোখ ফেরাতে পারবো বলে মনে হচ্ছেনা৷ অনবদ্য ও আন্তরিক প্রয়াস ডয়চে ভেলেকে মহিমান্বিত করবে৷ সিম্মী আহমেদ কোয়েল, অন্বেষা রেডিও লিসনার্স ক্লাব, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

গুরুত্বপূর্ণ ঘটনার চুলচেরা বিশ্লেষণ ও তার গতি প্রকৃতি যে সঠিকভাবে তুলে ধরা হয় তার জলন্ত প্রমাণ পেলাম বাংলাদেশের বিডিআর বাহিনীর বিদ্রোহের উপর স্পট রিপোর্ট ও সাক্ষাৎকারের মাধ্যমে৷ এক মাত্র ডয়চে ভেলে থেকেই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে স্বচ্ছ ধারণা পেলাম৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

বুধবার সকাল নয়টার দিকে পিলখানায় বিডিআর সদর দফতরের দরবার হলে সাধারণ সৈনিক এবং কর্মকর্তাদের মধ্যে সংগঠিত গোলাগোলির কারণে আমরা উদ্ভিগ্ন । দুই বাহিনীর সংঘর্ষ এবং তাদের অস্ত্র শস্ত্রের সাজসজ্জার আয়োজন বিভিন্ন মিডিয়া চ্যানেলের সংবাদে দেখে আমরা রিতিমতো আতঙ্কীত । ডয়চে ভেলের ইন্টারনেটে ব্রেকিং নিউজ সহ বিভিন্ন সংবাদের বিশ্লেষন এবং বিদ্রোহী বিডিআর সেনাদের অডিও ক্লিপ শুনে এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিশেষ খবর দেখে আমরা হতাশাগ্রস্থ । আমরা ইতিমধ্যে ডয়চে ভেলের একটি অডিও ক্লিপে শুনেছি, বিদ্রোহী বিডিআর সেনার ফোনালাপ। যিনি বলেছেন সেনাবাহিনী তাদের উপর হামলা করলে তারা জাতীয় সংসদ ভবন এবং বাংলাদেশ সচিবালয় সহ সব কিছু ধ্বংস করে দেবেন৷ ঐ বিদ্রোহী বিডিআর সেনার ফোনালাপ শুনে আমরা আরো বেশি আতঙ্কিত ছিলাম । সরকার ইতিমধ্যে যে সমঝোতার প্রস্তাবসহ বিদ্রোহী বিডিআর সেনাদের প্রতি সাধারণ ঘোষণা দিয়েছে আমরা এতে এখন কিছুটা আতঙ্কমুক্ত অনুভব করছি । ডয়চে ভেলে তার রাতের অধিবেশন শুরুর পূর্বে দ্রুত ইন্টারনেট আপডেট করায় ডয়চে ভেলেকে অভিনন্দন জানাচ্ছি । আমরা ক্লাবের সদস্যবৃন্দ ডয়চে ভেলের সকল আপডেট সংবাদ/প্রতিবেদন ইন্টারনেট সংকলন “ঢাকায় বিডিআর বিদ্রোহ, বিডিআর এর সঙ্গে সমঝোতার চেষ্টা, অচলাবস্থা কাটাতে আলোচনা চলছে, রামগড় থেকে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ রাইফেলস, ছবিঘর- বিডিআর বিদ্রোহ এবং অডিও ক্লিপ- আমি মনে করি এটা একটা বিক্ষিপ্ত ঘটনা- জেনারেল ইবরাহিম, বিদ্রোহী বিডিআর সেনাদের কথা (সৌজন্যে এটিএন বাংলা), পরিস্থিতি শান্ত করতে সবার সহযোগিতা কামনা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, বিদ্রোহী বিডিআর সেনার ফোনালাপ, বিদ্রোহী সেনাদের প্রতি সরকারের বার্তা এবং যে কারনে বিডিআর অফিসে প্রচন্ড গোলাগুলি” সহ সকল প্রতিবেদন দেখেছি এবং অডিও ক্লিপ ডাউনলোড করে শুনেছি । আমরা আশা করবো সর্বশেষ কি ঘটছে সেটিও ডয়চে ভেলে দ্রুত ইন্টারনেটে সংকলন করবে৷ দিদারুল ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, হালি শহর, চট্টগ্রাম, বাংলাদেশ

বাংলাদেশের বিডিআর বিদ্রোহ নিয়ে ডয়চে ভেলের রাতের বাংলা অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা, ঘটনাটি বুঝতে ও এর তরতাজা বিবরণ পেতে খুব সহায়ক হয়েছে৷ এই বিষয়ে একেবারে শেষ মুহূর্তের খবরটি পর্যন্ত শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ায় ডয়চে ভেলের দায়বদ্ধতা সত্যি আমাদের মুগ্ধ ও চমৎকৃত করেছে৷ বিডিআর বিদ্রোহ বিষয়ে ডয়চে ভেলের বাংলা বিভাগের ওয়েবসাইটে প্রচুর ছবি ও তথ্য সংযোজন করা হয়েছে৷ তা এক কথায় অনবদ্য৷ রেডিও ও ওয়েবসাইটে এ এক অনন্য সমন্নয় ৷ ডয়চে ভেলে বিশেষত্বকে আবারো প্রমাণ করেছে৷ অনবদ্য এই প্রয়াসের জন্য ডয়চে ভেলেকে আবারো আমাদের কৃতজ্ঞতা৷ আশরাফুল ইসলাম, অন্বেষা রেডিও লিসনার্স ক্লাব, ইটনা, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

গতকাল রাতের অনুষ্ঠানে বাংলাদেশের বি ডি আর বিদ্রোহ এবং এর মূল কারণ নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক স্পট রিপোর্ট এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে পারলাম৷ জার্মানি –ইউরোপ পর্বে বিশ্ব ব্যাপী আর্থিক মন্দার প্রভাবে পশ্চিম বঙ্গে আগামী দিনে শিল্পায়ণের সম্ভাবনার বিষয় নিয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে একান্ত সাক্ষাৎকার ভীষণ ভালো লাগলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

নির্বাচিত প্রতিবেদন