1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশী জঙ্গিদের নিরাপদ ঘাঁটি বাংলাদেশ

১৩ নভেম্বর ২০০৯

লস্কর-ই-তৈয়বার তিন পাকিস্তানী সদস্যকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে৷ তারা মার্কিন ও ভারতীয় দূতাবাসে বোমা হামলার পরিকল্পনা করেছিল৷ বিদেশী জঙ্গিরা বাংলাদেশকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের৷

https://p.dw.com/p/KW7z
ছবি: DW

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য তিন পাকিস্তানী নাগরিক আব্দুল করিম আজাহারি সুফিয়ান, আশরাফ জাহিদ ও মনোয়ার আলীকে শুক্রবার ভোরে উত্তরা এবং টঙ্গী থেকে গ্রেফতার করা হয়৷ বিকেলে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দু'দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে৷ পুলিশ কমিশনার শহীদুল হক জানান, তারা ঢাকায় মার্কিন দূতাবাস ও ভারতীয় দূতাবাসে বোমা হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত৷

একই অভিযোগে গত সপ্তাহে পাকিস্তানী জঙ্গী সংগঠন লস্কর ই তৈয়বার মুফতি হারুন ইজহার, শহীদুল ইসলাম সুজন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়৷ শুক্রবার আবারও তাদের পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে৷

এ অবস্থায় বিদেশী জঙ্গীদের বাংলাদেশে অবস্থান এবং বাংলাদেশী জঙ্গীদের আন্তর্জাতিক যোগাযোগ শংকিত করে তুলেছে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের৷ যেমন বলছিলেন সেন্টার ফর পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল(অব.) মুনিরুজ্জামান৷ তিনি বলেন, শীর্ষ জঙ্গীদের ফাঁসির পর বাংলাদেশে জঙ্গী তৎপরতা তো কমেইনি বরং নতুন মাত্রা পেয়েছে৷

মনিরুজ্জামান মনে করেন, আফগানিস্তান ও পাকিস্তানে জঙ্গী বিরোধী অভিযান জোরদার হওয়ায় বিদেশী জঙ্গীরা বাংলাদেশকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার