1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশিদের উপর হামলা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ ডিসেম্বর ২০১২

হরতাল, অবরোধে জার্মান নাগরিকসহ বিদেশি দূতাবাসের গাড়িতে হামলার ঘটনা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবে৷ বিদেশি নাগরিকরা বাংলাদেশকে নিরাপদ মনে না করলে তাঁরা এদেশে থাকতে চাইবেন না - যেটা দেশের জন্য ক্ষতির কারণ হবে৷

https://p.dw.com/p/1702u
A bus is seen ablaze after activists of the Bangladesh Nationalist Party (BNP) set fire to it during a nationwide blockade in Kachpur near Dhaka December 9, 2012. Police fired rubber bullets and tear gas to disperse protesters staging blockades across Bangladesh on Sunday as part of an opposition campaign for an independent caretaker administration to oversee next year's national election. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

এমন মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদের৷ এদিকে, পররাষ্ট্রমন্ত্রী মনে করেন দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই বিরোধী দল পরিকল্পিতভাবে এসব নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে৷

সর্বশেষ রোববারে বিএনপির নেতৃত্বে ১৮ দলের অবরোধে ঢাকায় জার্মান স্থপতি আনা হেরিংগার ওপরে হামলা চালান হয়৷ ঢাকার গাবতলী এলাকায় তাঁর গাড়িতে হামলা চালিয়ে চালককে মারধর এবং গাড়িটি আগুন দিয় পুড়িয়ে দেয়া হয়৷ হেরিংগার দৌড়ে প্রাণে বাঁচেন৷ তিনি জার্মান প্রতিষ্ঠান জিআইজেড-এর কর্মকর্তা৷ এর আগে ৪ ডিসেম্বর জামায়াতের হরতালে মার্কিন দূতাবাসের গাড়িতে হামলা চালানো হয়৷ এই দুই ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসগুলো প্রতিবাদ জানিয়ে এর প্রতিকার চেয়েছে৷ এই পরিস্থিতিকে দেশের ভাবমূর্তির জন্য ভয়াবহ ক্ষতিকর বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷

Anna Heringer (C), architect for the School of Rudrapur in Dinajpur, Bangladesh, poses for a photo with the Aga Khan (L) and Malaysian Prime Minister Abdullah Ahmad Badawi (L) during the Aga Khan Award for Architecture ceremony in Kuala Lumpur, 04 September 2007. Nine architectural projects in the Muslim world, ranging from a mud-brick marketplace to a modern university campus, were honoured by the Aga Khan 04 September in the world's richest architectural awards. AFP PHOTO/TENGKU BAHAR (Photo credit should read TENGKU BAHAR/AFP/Getty Images)
জার্মান স্থপতি আনা হেরিংগার (মাঝে)ছবি: Getty Images

তিনি ডয়চে ভলেকে জানান, অতীতে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা হলেও বিদেশিদের সম্মান দেখানো হতো৷ কিন্তু এবারই তার ব্যতিক্রম হয়েছে৷ তিনি মনে করেন সরকারের উচিত এর প্রতিকার করা৷ বিরোধী দলেরও উচিত বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ঠিক রাখার কথা চিন্তা করা৷ আর এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান৷

আর পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, বিরোধী দল বিদেশিদের কাছে বাংলাদেশকে হেয় করার জন্যই বিদেশিদের ওপর হামলাসহ ব্যাপক সহিংসতা চালাচ্ছে৷

এদিকে, ঢাকায় মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক'ও বলেছেন এধরনের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করবে৷ তিনি মনে করেন, সহিংসতা নয় সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত৷

পুলিশ জানিয়েছে, তারা দুটি ঘটনাই তদন্ত করছেন৷ অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য