1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি ভাষায় লেখা কীটনাশক নিয়ে চাষিদের সমস্যা

৭ ফেব্রুয়ারি ২০১১

কম্বোডিয়ায় সব ধরণের কীটনাশক দ্রব্যের গায়ে স্থানীয় ভাষা, খমের’এ লেবেল লাগানোর ব্যাপারে একটি আইন প্রণয়ন করছে সরকার৷ আর এই সিদ্ধান্তের পেছনে যুক্তি রয়েছে অনেক৷

https://p.dw.com/p/10Bpg
কীটনাশক দেয়া হচ্ছেছবি: AP

দেশটিতে সব ধরণের কীটনাশকই আমদানি করা হয়ে থাকে, আর খুব কম কৃষকই এর গায়ে লাগানো ব্যবহারবিধি পড়তে পারেন৷ এর ফলে দেখা দিয়েছে জনস্বাস্থ্যগত ঝুঁকি৷ কৃষি এবং কীটনাশক বিশেষজ্ঞ কিম ম্যাকারেডি বলেন, গত দশ বছর ধরে এই সম্পর্কিত আইনটি উপেক্ষা করে যাওয়া হচ্ছে৷ তিনি বলেন, ৮শ কীটনাশকের মধ্যে হয়তো মাত্র ৩০টি কীটনাশকের গায়ে খমের ভাষায় নির্দেশিকা লেখা থাকে৷ বিশেষজ্ঞ ম্যাকারেডি বলেন, ‘‘আর এই কারণেই কী ধরণের কীটনাশক কোথায় ব্যবহার করতে হবে, তা নিরাপদ ব্যবহারের নিয়ম জানা কৃষকদের জন্যে কঠিন৷''

একটি ড্যানিশ সমীক্ষার ফলাফলে দেখানো হয়েছে, কীটনাশকের নিরাপদ ব্যবহারবিধি না জানার কারণেই কৃষকরা কর্মক্ষেত্রে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন৷ কম্বোডিয়ার ৮৯টি সবজি কৃষকের একটি গোষ্ঠীর ওপর চালানো জরীপের ফলাফল প্রকাশ করা হয়েছে, জার্নাল অফ টক্সিকলজি এই জানুয়ারি মাসেই৷

গবেষকরা দেখেছেন, ব্যবহৃত কীটনাশকের অর্ধেকই ১ অথবা ২ ক্লাসের৷ এই ব়্যাঙ্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও৷ ব্যবহৃত ঐসব কীটনাশকের মধ্যে টক্সিকের যে পরিমাণ রয়েছে, তা ঝুঁকিপূর্ণ বলেই বিবেচিত৷ কৃষকদের ব্যক্তিগত প্রতিরক্ষার অভাবে প্রায় শতকরা ৯০ ভাগের মধ্যে তীব্র বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়৷

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রসায়নের শীর্ষ গবেষক হ্যানে ক্লিথ জেনসেন বলেন, সমীক্ষাতে দেখা গেছে, এমন বহু কীটনাশক কম্বোডিয়ায় শুধু ব্যবহার করাই ঝুঁকিপূর্ণ নয়, বরং সেগুলো ব্যবহার নিষিদ্ধও বটে৷ তিনি বলেন, আরো খারাপ ব্যাপার হচ্ছে, এগুলো শুধু নিষিদ্ধই নয়, এইসব নিষিদ্ধ কীটনাশক সেইসব কৃষকের কাছে জনপ্রিয় যারা শুধু লাভের আশা করে৷

২২ বছর বয়সি তরুণী স্রে কোউট নম পেনের বাইরে একটি ছোট জমিতে সব্জি ফলান৷ তিনি স্বীকার করলেন, যে ক্ষেতে যেসব কীটনাশক তিনি ব্যবহার করেন, সেই সম্পর্কে কোন ধারণা নেই তার৷ অন্য অনেক কৃষকের মতোই তিনিও বিভিন্ন কীটনাশক মিশিয়ে একটি শক্তিশালী মিশ্রণ তৈরি করেন৷ থাই অথবা ভিয়েতনামি ভাষায় লিখিত কীটনাশকের গায়ে লাগানো লেবেল পড়তে না পারলেও তিনি জানেন যে এগুলো ক্ষতিকারক৷ তবে কীটনাশক ব্যবহারের সময় তিনি লম্বা প্যান্ট, মাস্ক লম্বা হাতওয়ালা শার্ট এবং বুট পড়েন৷ কিন্তু তার বোন কীটনাশক ব্যবহারের সময় এটুকু সতর্কও হন না৷ আর এই সমস্ত কারণেই জনস্বাস্থ্যগত ঝুঁকি বেড়েই চলেছে কম্বোডিয়ায়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন