1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি কূটনীতিকরা ভারতে সীমার মধ্যেই থাকেন

গৌতম হোড়
গৌতম হোড়
২৩ ডিসেম্বর ২০২২

কারণ যাই হোক, বিদেশি কূটনীতিকরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে খুব একটা মন্তব্য করেন না বা করতে পারেন না৷

https://p.dw.com/p/4LMuS
ভারতের পতাকা হাতে এক শিশু
আকার, প্রভাব ও অর্থনীতির একটা শক্তি আছে বলেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতরা কেন, রাষ্ট্রপ্রধানরাও কিছু বলেন না৷ছবি: Naveen Sharma/SOPA Images/LightRocket/Getty Images

প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার সময় পাকিস্তানের সেসময়ের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী এসেওছিলেন৷ ঠিক ছিল, তার মাস কয়েক পরেই ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা আলোচনায় বসবেন৷ সেই আলোচনার সপ্তাহখানেক আগে পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের আমন্ত্রণ জানান আলাপ করবেন বলে৷

ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং সেসময় বাসিতকে মানা করেছিলেন এবং অনুরোধ করেছিলেন এই বৈঠক না করার জন্য৷ বলেছিলেন, 'হয় আমাদের বেছে নিন, না হয় বিচ্ছিন্নতাবাদীদের'৷ বাসিত সেই অনুরোধ রাখেননি৷ তিনি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠক করেন৷ আর তারপরেই ভারত জানিয়ে দেয়, সুজাতা সিং পাকিস্তানে যাবেন না৷ বৈঠক বাতিল৷

ভারত ও পাকিস্তানের মধ্যে এখন আর আলোচনা হয় না৷ ভারতের অবস্থান হলো, সন্ত্রাসবাদে মদত দেয়া ও আলোচনা একসঙ্গে চলতে পারে না৷ পাকিস্তান প্রথমটা বাদ দিক, তাহলেই একমাত্র দ্বিতীয়টা হবে৷ তবে সেই কাহিনি আলাদা৷ এখানে শুধু এটুকু বলাই যথেষ্ট যে, ভারত একটা স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে৷ ভারতে বসে কোনো রাষ্ট্রদূত যদি দিল্লির অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন বা কোনো কাজ করেন, সেটা বরদাশত করা হবে না৷ বিদেশি রাষ্ট্রদূত বা দূতাবাস কর্মীদের সীমার মধ্যে থাকাটা খুব জরুরি৷

কিছুদিন আগের বড় ঘটনার দিকে তাকানো যাক৷ মহানবি(সাঃ)-কে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নেতা নবীন জিন্দল অত্যন্ত বিতর্কিত মন্তব্য করলেন৷  তারপর কাতার, ইরান, কুয়েত, সৌদি আরব-সহ একাধিক উপসাগরীয় দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে প্রতিবাদ জানিয়েছে৷ ওমান তো খুব কড়া মন্তব্য করেছে৷ কিন্তু ভারতে কোনো দেশের রাষ্ট্রদূত মুখ খোলেননি বা এমন কিছু করেননি যা নিয়ে বিতর্ক হতে পারে৷ পরে ভারতীয় কূটনীতিকরা বলেন, বিজেপি-র ছোটখাট নেতারা এই কথা বলেছেন এবং দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এটা কখনই ভারতের মত নয়, তখন ধীরে ধীরে সেই বিতর্কও থেমে গেছে৷

লাদাখে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর দেশজুড়ে চীনা জিনিস বয়কটের হিড়িক ছিল৷ বেশ কিছু সংগঠন এই ডাক দিয়েছিল৷ তখন চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, চীন তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে৷ কিন্তু তারা সীমান্তে শান্তিরক্ষাও করবে৷ আর বয়কট নিয়ে তার মন্তব্য ছিল, দুই দেশ এখন সেনা সরানো নিয়ে আলোচনা করছে, এখন বাণিজ্যিক সম্পর্ক যেন খারাপ করা না হয়৷

ভারত তার কথার জবাব দিয়েছিল৷ পরে সাবেক কূটনীতিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম৷ তারা মনে করেছেন, চীনের রাষ্ট্রদূত সীমা ছাড়াননি৷ তিনি তার দেশের কথা বলেছেন৷ তাদের যুক্তির কথা বলেছেন৷ ভারতও তার কথা বলেছে৷ বারবার জানিয়েছে, চীনের সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল৷ ফলে  বিষয়টি ভারতের সার্বভৌমত্ব রক্ষার৷

গৌতম হোড়, ডয়চে ভেলে, নতুন দিল্লি
গৌতম হোড়, ডয়চে ভেলে, নতুন দিল্লিছবি: privat

ভারতে এখন অ্যামেরিকা, রাশিয়া, চীন থেকে শুরু করে কোনো দেশের রাষ্ট্রদূতই আলটপকা মন্তব্য করেন না৷ করলে তার প্রতিক্রিয়াও ততটাই কড়া হতে বধ্য৷ ভারতের একটা সুবিধা আছে৷ ভারত শুধু আয়তনে, জনসংখ্য়ায় নয়, অর্থনীতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ৷ ভারতে মধ্যবিত্ত শ্রেণিও বিশাল৷ সম্প্রতি প্রাইসের একটা রিপোর্ট বলছে, ভারতে প্রতি তিনজনের মধ্যে একজন মধ্যবিত্ত, যাদের বার্ষিক আয় পাঁচ থেকে ৩০ লাখ টাকার মধ্যে৷ তাহলে ভারতে মধ্যবিত্ত মানুষের সংখ্যা ৪৪ কোটির মতো৷  রিপোর্ট বলছে, ২০৪৭ সালে এই সংখ্যাটা দ্বিগুণ হয়ে য়াবে৷ এতবড় বাজার আর কোথায় পাওয়া যাবে৷ ফলে এই বাজার ধরার তাগিদ সব দেশের আছে৷ অর্থনীতির এই শক্তি ভারতকে অনেক বেশি শক্তিসালী করে তুলেছে৷ না হলে, রাশিয়ার তেল কেনা নিয়েই দেখুন না৷ অ্যামেরিকা, ইইউর চাপ অগ্রাহ্য করে ভারত তো সকলের মুখের উপর বলতে পারছে, আমরা তাল কেনা বন্ধ করব না৷ ইইউ গ্যাস কেনা বন্ধ করেনি৷ আমাদের তুলনায় অনেক বেশি বাণিজ্য ওরা রাশিয়ার সঙ্গে করছে৷

আকার, প্রভাব ও অর্থনীতির একটা শক্তি আছে বলেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রাষ্ট্রদূতরা কোন ছাড়, রাষ্ট্রপ্রধানরাও কিছু বলেন না৷ কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ, পূর্ণ রাজ্য থেকে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে কটা দেশ মন্তব্য করেছো? ভারতের বরাবরের নীতি হলো, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়৷  সেই কথাটা আগেভাগে তাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে৷  তাই চীন, পাকিস্তান, ওআইসি ছাড়া কেউ সোচ্চার হয়নি৷ ভারতীয় কূটনীতিকরাও জানেন, কীভাবে কাজ করতে হয়৷ কীভাবে, কোথায়, কী কথা বলতে হয়৷ কখন আগাম আলোচনাটা সেরে নিতে হয়৷

তাই আজ বাংলাদেশে বসে বিভিন্ন দেশের কূটনীতিকরা যেভাবে কথা বলছেন, তা ভারতের ক্ষেত্রে ভাবাই যায় না৷