1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেসিডেন্ট ওলঁদ

৭ মে ২০১২

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণের পর রায় গিয়ে দাঁড়িয়েছে সমাজবাদী নেতা ফ্রঁসোয়া ওলঁদ’এর পক্ষে৷ ফলে এক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেই বিদায় নিতে হলো সার্কোজিকে৷

https://p.dw.com/p/14r0J
ছবি: Reuters

সমাজবাদী নেতা ফ্রঁসোয়া মিতেরঁ সেই ১৭ বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ করেন৷ এরপর আর কোন সমাজবাদী নেতা ক্ষমতায় আসেননি৷ গত ১৭ বছর ধরে রক্ষণশীলরাই বার বার ক্ষমতায় এসেছে৷ তবে নিকোলা সার্কোজির পরাজয়ের মধ্য দিয়ে সেই ধারার অবসান ঘটল৷ সপ্তাহান্তে দ্বিতীয় দফার ভোটে সার্কোজি পেয়েছেন ৪৮.৩ শতাংশ ভোট৷ অন্যদিকে, ৫১.৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওলঁদ৷

Frankreich Wahlen 2012 Nicolas Sarkozy Niederlage
পরাজিত সার্কোজিছবি: Reuters

১৯৮১ সালে সাবেক সমাজবাদী নেতা মিতেরঁ যে বাস্তিল চত্বরে বিজয় সমাবেশে ভাষণ দিয়েছিলেন, সেই ঐতিহাসিক স্থানেই বিজয় সমাবেশ করলেন ৫৭ বছর বয়সি ওলঁদ এবং তাঁর সমর্থকরা৷ বিজয় বক্তৃতায় ওলঁদ বলেন, তিনি ‘ফ্রান্সের তারুণ্য, অহংকার ও ন্যায়বিচারে'র প্রেসিডেন্ট হবেন৷

প্রেসিডেন্ট হিসেবে নিকোলা সার্কোজি'র মেয়াদ শেষ হবে আগামী ১৫ই মে৷ এর একদিন আগে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ওলঁদ৷ আর এরপরেই তাঁর প্রথম বিদেশ সফর হবে বার্লিনে, বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ওলঁদ৷ অর্থ দাঁড়ায়, ইউরো অঞ্চলের ঋণ সংকট নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সাথে প্রথম আলোচনায় বসতে চান তিনি৷ সম্প্রতি ২৫ জন ইউরোপীয় নেতার স্বাক্ষরিত নতুন অর্থকাঠামো বিষয়ক চুক্তিতে সমৃদ্ধি ও কর্মসংস্থান সংযোজন করতে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট ওলঁদ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য