1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর সদস্যদের নয়, লাভ হয়েছে শত্রুদের: মইনুল হোসেন

১৭ আগস্ট ২০০৯

২৫ শে ফেব্রুয়ারি বিডিআর জওয়ানদের বিদ্রোহের ঘটনা ঢাকার পিলখানায় বিডিআর দরবার হল থেকেই শুরু হয়৷ দরবার চলাকালেই দাবিদাওয়া নিয়ে উত্তেজনার এক পর্যায়ে ঘটে নৃশংসতম হত্যাযজ্ঞ৷ এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৭ জন নিহত হন৷

https://p.dw.com/p/JD1f
ফাইল ফটোছবি: AP

বিদ্রোহের ঘটনার প্রায় ছয়মাস পর সোমবার সেই দরবার হলেই আবার অনুষ্ঠিত হল দরবার৷ বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল হোসেন বলেন, ওই ঘটনায় বিডিআর সদস্যদের নয়, লাভ হয়েছে শত্রুদের৷ তিনি বলেন যে-আইনেই পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাকান্ডের বিচার হোক না কেন, নির্দোষ কেউ শাস্তি পাবে না৷ তিনি বিডিআর জওয়ানদের সঠিক তথ্য দেয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য ন্যায় বিচার নিশ্চিত করবে৷

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, পালিয়ে থাকা ২৩ জওয়ানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ গ্রেপ্তারকৃত ১৮শ' বিদ্রোহীকে সনাক্তকরণ শেষে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি চলছে৷ বিডিআর মহাপরিচালক জানান, বিডিআর সদর দপ্তরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে৷ ফিরে আসছে আস্থার ভাব৷ আর কর্মকর্তারা সদর দপ্তরের সরকারী বাসভবনে থাকতে শুরু করেছেন৷

এদিকে বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তা হত্যার বিচার কোন আইনে হবে জানতে চেয়ে সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, বিচার নিয়ে যাতে কোন বিতর্ক সৃষ্টি না হয় সে জন্যই রাষ্ট্রপতি এই উদ্যোগ নিয়েছেন৷ সুপ্রিম কোর্ট যে আইনের কথা বলবেন সেই আইনেই সেনা কর্মকর্তা হত্যার বিচার হবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক