‘বিটকয়েন বিষয়টি একেবারেই অজানা ছিল’ | পাঠক ভাবনা | DW | 01.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিটকয়েন বিষয়টি একেবারেই অজানা ছিল’

বিটকয়েন কথাটি তো এতদিন আমার কাছে একেবারেই অজানা ছিল৷ তাই এই বিষয় নিয়ে একটি পরিবেশনার দিকে চট করে নজর আটকে গেল৷ অজানকে জানার জন্য ডয়চে ভেলের ওয়েবসাইটের সত্যিই কোনো বিকল্প আছে বলে মনে হয় না৷

ভারতের নতুন দিল্লি থেকে কথাগুলো ই-মেলে লিখে পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী৷ তিনি ডয়চে ভেলের সবাইকে ‘শুভ দীপাবলীর' অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷ এছাড়া দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন ঝাড়গ্রাম থেকে প্রসেনজিৎ এবং প্রতীমা ভকত৷

– প্রিয় পাঠক, আপনাদের জন্যও রইল শুভেচ্ছা৷

মাদারীপুরের কেন্দুয়া থেকে মোঃ রাসেল শিকদার লিখেছেন জার্মানির ৪ থেকে ৫ মিলিয়ন লোক বিষণ্ণতায় ভোগেন – এই প্রতিবেদনটি পড়ে বেশ অবাক হলাম৷ এছাড়া বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করবে আওয়ামী লীগ, খবরটি পড়ে বুঝতে পারলাম দেশ এক বিশাল রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে৷ তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে আরো বেশি খবর প্রচারের অনুরোধ করেছেন৷ এছাড়া অন্বেষণ কুইজ বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন তিনি৷ পুরস্কার পাওয়ার পর তাঁদের মনের অবস্থা নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন প্রকাশের অনুরোধও করেছেন তিনি৷

এদিকে পাবনার চাটমোহর থেকে ডা. এস এম এ হান্নান লিখেছেন, ‘‘শুধু অ্যাকাডেমিক শিক্ষাই নয়, পাশাপাশি শিক্ষার সকল শাখার সম্যক জ্ঞান লাভই পারে একজন ব্যক্তিকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে৷ কিন্তু বাংলাদেশের নাজুক শিক্ষাব্যবস্থার কারণে জাতি আজ যথাযথ শিক্ষা থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে৷ ফলে পড়াশুনা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের শুরুতে তাদের হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন৷ দেশের এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দেশ ও বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে আপনাদের প্রচার মাধ্যম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷''

– ধন্যবাদ পাঠক আপনার এই উৎসাহমূলক মন্তব্যের জন্য৷

সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন