1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজেপি সভাপতিকে নিয়ে দলের মধ্যে অন্তর্কলহ

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৮ নভেম্বর ২০১২

বিজেপি সভাপতি নিতিন গডকড়ি দ্বিতীয়বার যখন দলের সভাপতি পদটি পেতে চলেছেন, তখনই তাঁর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ৷ তার ওপর স্বামী বিবেকানন্দ ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য পড়েছেন আরো বিপাকে৷

https://p.dw.com/p/16fTI
ছবি: AP

বিজেপি সভাপতি নিতিন গডকড়ির পায়ের নীচের মাটি আলগা হয়ে গেছে৷ দ্বিতীয়বার নিতিনকে সভাপতি করার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের একাংশের তীব্র আপত্তি রয়েছে৷ কিন্তু বিজেপি'র আদর্শগত অভিভাবক স্বয়ং সেবক সঙ্ঘের চাপে আপাতত তিনি টিকে গেলেও বিপদ কাটেনি৷ মহেশ জেঠমালানির মতো নেতার আক্রমণ স্পষ্ট করে দিয়েছে আগুণ এখনো নেভেনি৷ এর প্রতিবাদে দলের জাতীয় উপদেষ্টা মন্ডলির পদে ইস্তফা দেন তিনি৷

গতকাল তিনি চাঁছাছোলা ভাষায় জানিয়ে দেন যে, গডকড়ির বিরুদ্ধে তাঁর পূর্তি গ্রুপ কোম্পানির আড়ালে দীর্ঘদিন ধরে দুর্নীতি চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের একের পর এক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বারবার সরব হয়েছে বিজেপি৷ সেখানে যদি বিজেপি সভাপতির বিরুদ্ধেই অভিযোগ ওঠে, তাহলে দুর্নীতি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিজেপি'র লড়াইয়ের প্রাসঙ্গিকতা হারাবে৷

২০১৪ সালের সাধারণ নির্বাচনে আমজনতার কাছে দুর্নীতি হবে সব থেকে বড় ইস্যু৷ সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব যদি এ বিষয়ে দ্বিচারিতায় ভোগে তবে ভোটের ফলাফল দলের বিরুদ্ধে যেতে পারে৷ এর সঙ্গে একমত হন বিজেপি'র বরিষ্ঠ নেতা এল. কে আডবানি, যশবন্ত সিং, যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা প্রমুখ৷

Indien Hungerstreik Baba Ramdev FLASH-GALERIE
এল. কে আডবানির সঙ্গে গডকড়ি...ছবি: AP

তবে এই দুর্দিনে গডকড়ির পাশে আছেন সুষমা স্বরাজ, রবিশঙ্কর প্রসাদের মতো নেতা নেত্রীরা৷ সংকট নিরসনে এগিয়ে এসেছেন সঙ্ঘ পরিবার৷ সঙ্ঘের কোষাধ্যক্ষ গুরুমূর্তি সাফাই গেয়ে বলেছেন, নিজে একজন চার্টাড অ্যাকাউন্টেন্ট হিসেবে গডকড়ির পূর্তি গ্রুপ অফ কোম্পানির হিসেবপত্র পরীক্ষা করে দেখে তাতে কোনো অনিয়ম পাননি৷ কংগ্রেস স্বাভাবিকভাবেই ক্ষোভ উগরে দিয়ে বলেছে গুরুমূর্তি যেমন বিজেপি'র সাফাই দিয়েছেন, তেমনি কিছুদিন আগে নিতিন সাফাই দিয়েছিলেন কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার৷ তাতে সত্য প্রমাণ হয়নি৷

মড়ার ওপর খাঁঢ়ার ঘা-এর মতো স্বামী বিবেকানন্দ ও কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আরো ফেঁসে গেছেন নিতিন গডকড়ি৷ ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি৷ এই পরিস্থিতিতে নিতিন দ্বিতীয়বার বিজেপি সভাপতি পদ পাবেন কিনা – সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য