1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির স্থায়ী কমিটিতে যারা আছেন, তারা সিদ্ধান্ত নিতে পারেন না: মাহমুদুর রহমান মান্না

২৩ মে ২০২৪

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকরা হতাশ হয়ে পড়ছেন। প্রধান শরিকের কাছ থেকে কোনো কর্মসূচি না পেয়ে নিজেরাই ছোট ছোট কর্মসূচি পালন করছে।

https://p.dw.com/p/4gCin

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, "আসলে আমরা বৈঠক করেও বিএনপির কাছ থেকে সঠিক কোনো জবাব পাচ্ছি না। তাদের স্বচ্ছতা নেই। আন্দোলনের তো নানা কৗশল থাকে। আমরা চাই সেটা সবাই মিলে সিদ্ধান্ত নেবো। কিন্তু বিএনপি সেটা পারছে না। আবার অনেক ভুল সিদ্ধান্ত আছে। এখন যদি বিএনপি সঠিক প্রক্রিয়ায় না আসে তাহলে আমরা আমাদের মতো এগিয়ে যাবো। আমাদের সেটা করা ছাড়া উপায় নাই।”

"বিএনপি বলে তারা অনেক বড় দল। আমাদের সিদ্ধান্ত নিতে সময় লাগে। অনেক পর্যায়ে কথা বলতে হয়। এভাবে তারা সময় পার করে দিচ্ছে। আসলে বিএনপির স্থায়ী কমিটিতে যারা আছেন, তারা সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের মধ্যে নানা ধারা। নির্বাচন হয়ে গেছে চার মাসের বেশি, তারা এখন পর্যন্ত কিছুই করেনি। তারপরও দেখি কী হয়,”। " আমরা যদি মনে করি আমরা এককভাবে কর্মসূচি দিয়ে সেটাকে  মিনিংফুল করতে পারবো, তাহলে আমরা আলাদাভাবে কর্মসূচি দেবো। কিন্তু আমরা তো এখনো অনেক বড় একটা দৈত্যের সামনে তো এককভাবে টিকতে পারি না। এটা তো সত্য যে, বিএনপির সঙ্গে অনেক লোক। তাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তাদের ওপর আমাদের নির্ভর করতে হয়। কিন্তু আমরা লিয়াজোঁ কমিটির সিদ্ধান্তের বাইরে কোনো কর্মসূচিতে আর যাবো না।,” বলেন তিনি।