1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-র হরতালে বাধা দেব না: আশরাফুল

২৪ নভেম্বর ২০১০

বিএনপি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করলে তাতে বাধা দেবে না আওয়ামী লীগ৷ সুন্দরবনের গা ঘেঁষে রেলপথ তৈরি করতে চায় সরকার আর একটাকার সোনালি কয়েন নিয়ে রহস্য৷ বাংলাদেশের পত্রপত্রিকার খবরাখবর৷

https://p.dw.com/p/QGYV
ম্যানগ্রোভ অরণ্য ঘেঁষে চলবে রেলগাড়িছবি: Ulf Mehlig

বিএনপি-র হরতালে বাধা দেবে না আওয়ামী লীগ

হরতালকে আদালত স্বীকৃত সাংবিধানিক অধিকার আখ্যায়িত করে বিরোধী দল বিএনপিকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ হরতালে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না এমন আশ্বাসও দেওয়া হয়েছে৷ খবর দৈনিক কালের কণ্ঠের৷ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদের এক অনির্ধারিত জরুরি বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই আশ্বাস দিয়ে আরও বলেছেন,
বিরোধী দলের হরতালকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো রকম তৎপরতা না চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে৷ বৈঠকে বলা হয়েছে, দলগতভাবে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড থাকবে না হরতালকে কেন্দ্র করে৷ এসংক্রান্ত নির্দেশনা শিগগিরই দলের জেলা পর্যায়ে পাঠানো হবে৷ বৈঠকে স্থির হয়েছে, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা মোকাবিলা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
সুন্দরবনের গা ঘেঁষে রেলপথ

বিশ্বের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ঘেঁষে রেলপথ তৈরির পরিকল্পনা করা হচ্ছে৷ যশোরের নাভারণ থেকে ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেললাইন যাবে সুন্দরবনসংলগ্ন মুন্সীগঞ্জ পয়েন্ট পর্যন্ত৷ অরণ্য বিশেষজ্ঞরা বলছেন, লাইন বসাতে বনাঞ্চলের অনেক গাছ কাটতে হবে, অসংখ্য চিংড়ি ঘেরও ধ্বংস হয়ে যাবে৷ নিয়মিত রেল চলাচলের শব্দে বন্য প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায়ও ব্যাঘাত ঘটবে৷ বিপন্ন হবে বনের পরিবেশ-প্রতিবেশ৷ দেশের পরিবেশবিদরা এই উদ্যোগে তাই রীতিমতো বিস্মিত৷

একটাকার সোনালি কয়েন বিক্রি নিয়ে রহস্য

এক টাকার সোনালি কয়েন ১০০ টাকাতেও বিক্রি হচ্ছে এমন খবরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে সারা দেশে৷ সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার থেকেই শুরু হয়েছে এ কয়েনের বিকিকিনি৷ মঙ্গলবার সেই হুজুগ ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারা দেশে৷ বেশ কয়েকটি সংবাদপত্র এবং সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে এই খবর৷ অনেকেই আশপাশের মানুষের কাছ থেকে বেশি দামে কয়েন কিনে নিচ্ছেন আরো বেশি দামে বিক্রি করার আশায়৷ কিন্তু শেষ পর্যন্ত এই কয়েন যাচ্ছে কোথায়? আর কী কাজে তা লাগছে – সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি কেউ৷ গতকাল দুপুরে তেজগাঁও রেলস্টেশনের কাছ থেকে মোকসেদুল নামের এক যুবককে ৬২টি কয়েনসহ গ্রেপ্তার করে র‌্যাব৷ দেশজুড়ে মোট দশজনকে গ্রেপ্তার তরা হয়েছে৷ কিন্তু তাদের কাছ থেকেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সঞ্জীব বর্মন