1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়রয়েথ অপেরা উৎসব

২৮ জুলাই ২০১১

২৫ জুলাই শুরু হয়েছে ১০০ তম ‘বায়রয়েথ অপেরা উৎসব'৷ বিশ্বখ্যাত জার্মান সুরসৃষ্টা রিশার্ড ভাগনারের অপেরা নিয়ে প্রতি বছর জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের বায়রয়েথ শহরে অনুষ্ঠিত হয় এই উৎসব৷

https://p.dw.com/p/125BJ
এবছর বায়রয়েথ উৎসবে অংশ নিয়েছে ইসরায়েল চেম্বার অর্কেস্ট্রাছবি: dapd

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি জগতের বহু নামি দামি ব্যক্তির উপস্থিতিতে উদ্বোধন হয় এই অপেরা উৎসব'এর৷ অপেরা সংগীত জগতে বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পরিচিত এটি৷ এবারকার ‘বায়রয়েথ অপেরা উৎসব'এর উদ্বোধন ঘটে ভাগনারের বিখ্যাত রোমান্টিক অপেরা ‘টানহয়জার' দিয়ে৷ মধ্যযুগের বীরযোদ্ধা টানহয়জার ও বীরাঙ্গনা এলিজাবেথ'এর দ্বন্দ্বময় ভালবাসা নিয়ে এই অপেরার কাহিনী৷ পরিচালনা করেছেন বিখ্যাত জার্মান নাট্য ও অপেরা পরিচালক সেবাস্টিয়ান বাওমগার্টেন এবং সংগীত নির্দেশনায় ছিলেন খ্যাতিমান নির্দেশক টমাস হেঙ্গেলব্রোক৷ দুজনই এই প্রথম আত্মপ্রকাশ করেন ‘বায়রয়েথ উৎসব' এ৷

Flash-Galerie 100. Bayreuther Festspiele - Eröffnung
উৎসবের পরিচালকদ্বয় – কাটারিনা ভাগনার ও এভা ভাগনার পাস্কিয়েছবি: picture alliance/dpa

সুরকার ও গীতিকার রিশার্ড ভাগনার অপেরা সংগীত জগতের এক মহিরুহ হিসেবে নন্দিত৷ তার জন্ম ১৮১৩ সালে জার্মানির লাইপসিশ শহরে৷ অসংখ্য অপেরা রচনা করেছেন তিনি৷ ভাগনার, মহানগরীর কোলাহলের বাইরে সবুজঘেরা প্রকৃতির কোলে গড়ে তুলতে চেয়েছিলেন নিজস্ব এক নাট্যভবন, যেখানে পরিবেশিত হবে শুধু অপেরা - তাঁর নিজের রচিত অপেরা৷ তাঁর সেই ইচ্ছারই বাস্তব রূপ ‘বায়রয়েথ অপেরা উৎসব হল'৷ প্রথম উৎসব অনুষ্ঠিত হয় ১৮৭৬ সালে৷ ১৯৫১ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই অপেরা উৎসব৷ বায়রয়েথ হয়ে উঠেছে পশ্চিমের ধ্রুপদী সংগীত অনুরাগীদের এক তীর্থস্থান৷ প্রতি বছর এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক গায়িকা, সংগীত ও অপেরা নির্দেশক যোগ দেন৷

Bayreuth Richard-Wagner-Festspiele Israel Chamber Orchestra
বায়রয়েট উৎসবের দৃশ্যছবি: dapd

এক মাসের এই উৎসবে ভাগনারের বিভিন্ন অপেরা পরিবেশিত হবে৷ ১৮৮৩ সালে ভেনিস ভ্রমণকালে মৃত্যু বরণ করেন তিনি৷ তাঁর রচিত ও সুরারোপিত অসংখ্য অপেরার মধ্য দিয়ে ধ্রুপদী সংগীত জগতে অমর হয়ে আছেন রিশার্ড ভাগনার৷ তাঁর সর্বশেষ অপেরা ‘পার্সিফাল' - ঐতিহাসিক পটভূমিকায় রচিত এক তরুণের জীবনকাহিনী৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য