1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাসে জাতীয়তা প্রদর্শন করায় চালককে বরখাস্ত

১৯ ডিসেম্বর ২০১৯

বাসে জার্মান জাতীয়তার পরিচয় প্রদর্শন করায় এক চালককে বরখাস্ত করেছে দেশটির ড্রেসডেনের পরিবহন কর্তৃপক্ষ৷ এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তার নিয়োগকারী প্রতিষ্ঠানও৷

https://p.dw.com/p/3V581
Politische Provokation: DVB schließen Busfahrer in Dresden aus
ছবি: picture-alliance/dpa/T. Plunert

‘‘এই বাসের চালক একজন জার্মান,'' বাসের দরজায় চালক এমন লেখা প্রদর্শন করায় বিপাকে পড়েছে সেখানকার পরিবহন কর্তৃপক্ষ ডেফাওবে DVB৷ এক যাত্রী লেখাটির ছবি তুলে সেটি স্থানীয় গণমাধ্যম টাগ২৪ কে দেন৷ তিনি বলেন, ‘‘আমি এটি দেখে বিস্মিত হয়েছি৷''

পেটার ডর্ফেল নামের ২৩ বছর বয়সী এই যাত্রী জানান, ‘‘বিষয়টি ক্রমশ স্বাভাবিক ব্যাপারে পরিণত হচ্ছে৷'' এই ছবি দ্রুত টুইটারে ছড়িয়ে পড়ে৷ যার প্রেক্ষিতে ড্রেসডেনের পরিবহন কর্তৃপক্ষও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে৷ তারা পাল্টা টুইটে লিখেছে, ‘‘খবরটি আমাদের কাছে পৌঁছেছে৷ আমাদের এই সহকর্মীর সমস্যায় আমরা বিষ্মিত৷  তিনি আর সড়কে (চালক) নেই এবং এই ধরনের আচরণের ব্যবস্থা আমরা নিব৷''

ডেফাওবে এর মুখপাত্র ফাল্ক লুস স্থানীয় একটি সম্প্রচার মাধ্যমকে জানিয়েছেন ঐ চালককে তারা তৃতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরুরি ভিত্তিতে নিয়োগ করেছিলেন৷ তিনি বলেন, ‘‘এই ধরনের আচরণ আমাদের কাছেও মোটেও গ্রহণযোগ্য নয়৷ এই চালক আর ডেফাওবে এর বাস চালাতে পারবেন না৷''

চালক যেই প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রধান মাত্তিহিয়াস পেসকে Matthias Peschke টাগ টোয়েন্টি ফোরকে বলেন, এই ধরনের ছবি দেখে তারাও অবাক হয়েছেন৷ তাকে এরই মধ্যে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

ডেফাওবে জানিয়েছে প্রতিদিন তাদের ৫৭০ জন চালক প্রয়োজন৷ কিন্তু সঙ্কট থাকায় তারা সম্প্রতি বিদেশী কর্মী নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে৷ এরইমধ্যে সার্বিয়া থেকে ১৯ জন চালক আনার প্রক্রিয়াও চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি৷ তাদেরকে এজন্য জার্মান শেখানোর পাশাপাশি দেশটির আমলাতান্ত্রিক অনেক জটিলতাও সম্পন্ন করতে হচ্ছে৷ 

বর্তমানে জার্মানিতে যেসব খাতে দক্ষ কর্মী প্রয়োজন তার মধ্যে পরিবহন অন্যতম৷ গত সোমবার জার্মান সরকার ইউরোপের বাইরের কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করাসহ ভাষা প্রশিক্ষণের জন্য নতুন একটি পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে৷ এমন প্রেক্ষাপটে ড্রেসডেনের ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে৷ উগ্র ডানপন্থী মনোভাব এবং সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি সেখানে ‘নাৎসি জরুরি অবস্থা' ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷     

বেন নাইট/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য